• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ডিএসপি-সহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড কোর্টের

২৬ বছর ধরে তামিলনাড়ুর তুতিকোরিন জেলা আদালতে এই মামলা চলছিল বলে জানা গিয়েছে। অবশেষে সেই মামলার রায় ঘোষিত হয়েছে।

প্রতীকী চিত্র

ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক-সহ মোট ন’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পুলিশি হেফাজতে থাকাকালীন তিন অভিযুক্তকে পিটিয়ে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তাঁরা। ২৬ বছর ধরে তামিলনাড়ুর তুতিকোরিন জেলা আদালতে মামলা চলছিল। অবশেষে সেই মামলার রায় ঘোষিত হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানাও দিতে বলেছে আদালত।

১৯৯৯ সালে তামিলনাড়ুর তুতিকোরিনের থালামুথু নগর থানায় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল ভিনসেন্ট, মুথু এবং মারিয়াদাস নামের এক তিন যুবকের। এই ঘটনায় মোট অভিযুক্ত ছিলেন ১১ জন। ৯ জনকে দোষী সাব্যস্ত করলেও প্রমাণের অভাবে দু’জনকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। দোষীদের মধ্যে ডিএসপি ছারাও ইনস্পেক্টর পদমর্যাদার আরও এক জন রয়েছেন। বাকিরা পুলিশের চাকরি থেকে আগেই অবসর নিয়েছেন।

Advertisement

বিনয়গড় মন্দিরে একটি উৎসবে যোগ দিতে যাওয়ার পথে বিস্ফোরক পদার্থ থাকার অভিযোগে ভিনসেন্ট, মুথু এবং মারিয়াদাসকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েকদিন পর থানা থেকে তাঁদের পরিবারকে জানানো হয়, তিন জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, থানায় যত পুলিশকর্মী ছিলেন, লক আপে ঢুকে সকলে মিলে ওই তিন জনকে মারধর করেন। এর জেরে মৃত্যু হয় তাঁদের।

Advertisement

ইনস্পেক্টর-সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। ওই থানার ইন্সপেক্টর ছিলেন রামকৃষ্ণণ। বর্তমানে থুথুকুডি জেলার ডিএসপি তিনি। তিন অভিযুক্তের মৃত্যুতে মোট ৯ সরাসরি যোগের প্রমাণ পেয়েছে আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রামকৃষ্ণণ ছাড়াও একজন ইন্সপেক্টর রয়েছেন। বাকিরা পুলিশের চাকরি থেকে আগেই অবসর নিয়েছেন।

Advertisement