বাজেট মিটতেই আকাশ ছুল নিফটি, উত্থান সেনসেক্সও

Written by SNS February 2, 2024 5:08 pm

মুম্বই, ২ ফেব্রুয়ারি– বৃহস্পতিবার মোদি সরকার পেশ করেছেন তার অন্তর্বর্তীকালীন বাজেট৷ সেই বাজেটে অবশ্য হতাশ দেখা গিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে তাবড়-তাবড় ব্যবসায়ীদেরও৷ হতাশার সেই বাজেট পেশ হতেই ধস নামতে দেখা যায় শেয়ার বাজারে৷ মাথায় হাত বিনিয়োগেকারীদের৷ কিন্তু শুক্রবার সেই হতাশা শুধু মিটিয়েই দেয়নি চমক দেখিয়েছে শেয়ার বাজার৷

ইতিহাসে প্রথমবার ২২ হাজারের গণ্ডি পেরল নিফটি৷ চাঙ্গা শেয়ার বাজারও৷ শুক্রবার সকালে ১২০০রও বেশি পয়েন্ট উঠে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স৷  এদিন সকালে বাজার খোলার পরেই একলাফে বেড়েছে সেনসেক্স ও নিফটির সূচক৷ শুক্রবারে ভারতের বাজারে মূলত দাপট দেখিয়েছে মিডিয়া ও আইটি সংস্থার শেয়ার৷ বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই এক হাজারেরও বেশ উঠে যায় সেনসেক্সের সূচক৷ ৭৩ হাজারের দোরগোড়ায় পৌঁছয় সেনসেক্স৷ জানা গিয়েছে, ১.৭৭ শতাংশ বেড়েছে সেনসেক্সের সূচক৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ১১৬৭ পয়েন্ট বেড়ে ৭২৮১২.৯১ রয়েছে সেনসেক্স৷ তবে এদিন চমক দিয়েছে নিফটি৷ ইতিহাসে প্রথমবার ২২ হাজার পেরিয়েছে নিফটির ৫০এর সূচক৷ ১.৭ শতাংশ বেড়ে ২২ হাজার ৮৬ পয়েন্টে উঠে যায় নিফটি৷ বেলা বাড়তে কিছুটা কমে আসে সেনসেক্স-নিফটির দাপট৷ তবে বাজার খোলার সময় থেকে অনেকটাই এগিয়ে রয়েছে স্টকের সূচক৷
উল্লেখ্য, বৃহস্পতিবার নিম্নমুখী সূচকেই বন্ধ হয়  বাজার৷ তারপর

শুক্রবার এই চমকের পেছনে রাজস্ব ঘাটতি নিয়ে নির্মলার ঘোষণাই কাজ করছে বলে মত বিশেষজ্ঞদের৷ বাজেটে তিনি বলেন, আগামী অর্থবর্ষে রাজস্ব ঘাটতি কমে দাঁড়াবে ৫.৮ শতাংশে৷ কিন্ত্ত অনুমান ছিল ঘাটতির পরিমাণ হবে ৫.৯৷ এই ঘোষণার পরের দিন থেকেই নতুন বিনিয়োগ করতে উৎসাহী হয়েছেন লগ্নিকারীরা৷