বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে অভিযুক্তকে আটক করল এনআইএ

Written by SNS March 13, 2024 3:33 pm

বেঙ্গালুরু, ১৩ মার্চ– এনআইএ-এর জালে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক যুবক৷ জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, কর্ণাটকের বেল্লারি জেলা থেকে শাব্বির নামে ওই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে৷ ঘটনার বেশ কয়েক দিন কেটে গেলেও এখনও ঘটনার পেছনের কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা৷ বিষয়টি জানতে অভিযুক্তকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা৷
উল্লেখ্য, গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ ৩ মার্চ ঘটনার তদন্তভার নেয় এনআইএ৷ প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ক্যাফের রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে কিংবা শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে৷ কিন্ত্ত তদন্তে নেমে টাইমার-সহ একটি আইইডি ডিভাইসের হদিস পান তদন্তকারীরা৷ এরপরই গোয়েন্দারা নিশ্চিত হন, টাইমার সহ একটি আইইডি ডিভাইসের সাহায্যে সেদিন দুপুর ১ টা নাগাদ ওই ক্যাফেতে বিস্ফোরণ ঘটানো হয়৷ তাতে ক্যাফের তিন কর্মী-সহ ৪জন গুরুতর আহত হন৷ এছাড়াও জখম হন আরও ৬ জন৷
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, কালো টুপি, কালো প্যান্ট এবং কালো জুতো পরা এক সন্দেহভাজন ব্যক্তি বিস্ফোরণের আগে সংশ্লিষ্ট ক্যাফের সামনে একটি ব্যাগ রাখছেন৷
এরপরই বিস্ফোরণের সঙ্গে জঙ্গি হামলার যোগসূত্রের খোঁজে তদন্তে নামেন এনআইএ আধিকারিকরা৷ সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ব্যক্তির ছবি দিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টার দেয় এনআইএ৷ হামলাকারীর সম্পর্কে তথ্যের জন্য ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়৷ সেই সূত্র ধরেই এরপরই সন্দেহভাজন এক অভিযুক্তকে পাকড়াও করেছে এনআইএ৷