দিল্লি বিস্ফোরণের ঘটনায় প্রকাশ্যে এল নতুন সিসিটিভি ফুটেজ। লালকেল্লা থেকে কিছুটা দূরে একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বিস্ফোরণের আগের মুহূর্তের ছবি। গাড়ি বিস্ফোরণের ঠিক আগে একটি মসজিদে ঢুকেছিলেন উমর উন নবি। পুরনো দিল্লির ওই চত্বরে হেঁটে বেরিয়েছিল সে। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।
বৃহস্পতিবার প্রকাশ্যে আসা ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় রামলীলা ময়দানের কাছে ফইজ-ই-ইলাহি মসজিদে গিয়েছিল উমর। তুর্কমান গেটের উল্টোদিকের ওই মসজিদের দিকে হেঁটে যেতে দেখা যায় তাঁকে। কালো রঙের পোশাক পরে ছিল সে। তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণের আগে ওই মসজিদে গিয়েছিলেন গাড়ি বিস্ফোরণে নিহত উমর।
Advertisement
সূত্রের খবর, উমরের গাড়িটি দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা ২৮ মিনিট পর্যন্ত লালকেল্লার কাছে সুনেহরি মসজিদের পার্কিং লটে রাখা ছিল। এর কিছুক্ষণ পরেই ৬টা ৫২ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিস্ফোরণস্থলের কিছুটা দূরে লাজপত রাই বাজার থেকে আরও দেহাংশ উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক এবং দিল্লি পুলিশের যৌথ দল নমুনা সংগ্রহ করছে বলে খবর।
Advertisement
Advertisement



