• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

বড়সড় নাশকতার ছক বানচাল, গ্রেফতার নেপালি আইএসআই এজেন্ট

পহেলগাঁওয়ের আগে দেশে বড় নাশকতার ছক কষেছিল আইএসআই তার দায়িত্ব দেওয়া হয়েছিল এই আনসারুলকেই।দিল্লির একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতে বড়সড় নাশকতার ছক বানচাল। দিল্লি থেকে গ্রেফতার নেপালি আইএসআই এজেন্ট। পহেলগাঁওয়ে হামলার আগেই ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল আইএসআই। দিল্লি থেকে আইএসআই-এর এক এজেন্টের গ্রেফতারিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ধৃতের নাম আনসারুল মিঁয়া আনসারি। সূত্রের খবর, ধৃত এই ব্যক্তি নেপালি বংশোদ্ভূত। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আনসারি পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে ঢুকেছিল। সে যখন পাকিস্তানে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখনই গ্রেফতার করা হয়। পহেলগাঁওয়ের আগে দেশে বড় নাশকতার ছক কষেছিল আইএসআই তার দায়িত্ব দেওয়া হয়েছিল এই আনসারুলকেই। দিল্লির একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বছরের জানুয়ারি থেকে রাজধানী জুড়ে বিশেষ অভিযানে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং দিল্লি পুলিশের বিশেষ সেল। সেই অভিযানের সময়েই আনসারুলের হদিশ পান গোয়েন্দারা। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, জেরায় আনসারি জানিয়েছেন, কোথায় কোথায় তাদের জাল বিছিয়ে রেখেছে আইএসআই। প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সেগুলি পাকিস্তানে পাচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। আনসারির কাছ থেকে উদ্ধার হওয়া নথি এবং ‘ডিজিটাল ডিভাইস’-এর ফরেন্সিক পরীক্ষা করানো হয়েছে। সেখান থেকে ভারতের সশস্ত্র বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

গোয়েন্দা সূত্রের খবর, কাতারে ট্যাক্সিচালকের কাজ করতেন আনসারি। সেই সময় পাক ‘হ্যান্ডলার’-এর সঙ্গে তাঁর যোগাযোগ হয়। কাতার থেকে পাকিস্তানে যান আনসারি। সেখানে চরবৃত্তির প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ নেওয়া হলে তাঁকে ভারতে পাঠায় আইএসআই। আনসারিকে জেরা করে আখলাক আজম নামে এক ব্যক্তিকে রাঁচী থেকে গ্রেফতার করা হয়েছে। এই আজমই আনসারিকে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য জোগাড়ে মদত দিতেন। দিল্লিতে আইএসআই-এর এই পরিকল্পনা বানচালের ফলে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।