নেপালের টাকায় ভারতের এলাকা নিয়ে মানচিত্র, কলকাতার টাঁকশালে ছাপা নিয়ে জল্পনা

Written by SNS May 4, 2024 3:29 pm

দিল্লি, ৪ মে– যেনতেন প্রকারে প্রতিবেশী দেশের জমি দখল করাই চিনের প্রধান উদ্দেশ্য৷ আর সেই উদ্দেশ্যে বহুবার ভারতের বিভিন্ন অঞ্চলকে নিজের দাবি করে এসেছে লাল ফৌজ৷ অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা তাদের বলে দাবি করার পাশাপাশি সেই সব এলাকার নামও বদলে দিয়েছে চিন৷ বদলে নিয়েছে মানচিত্র৷ তার বদলে অবশ্য ভারতের কাছে সঠিক প্রতিউত্তরও পেয়েছে৷ এবার সেই পথেই হাঁটল নেপাল৷ সেই একই পথে এবার হাঁটল আর এক প্রতিবেশী রাষ্ট্র নেপাল৷
নতুন ১০০ টাকার নোট ছাপিয়েছে নেপাল৷ আর তাতেই দেখা গিয়েছে পরিবর্তিত মানচিত্রের ছবি৷ প্রসঙ্গত, নেপাল ভারতের পাঁচটি রাজ্য, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের সঙ্গে ১৮৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে৷ বিতর্কিত কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নেপালের অংশ বলেই দাবি করা হয়েছে ওই মানচিত্রে৷ প্রসঙ্গত, উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত কালাপানি৷ কৈলাশ মানসরোবর যাওয়ার পথে পডে় কালাপানি৷ নেপালের এই নতুন টাকা প্রকাশ পেতেই তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত৷ নেপালের নতুন ১০০ টাকার নোটে এই মানচিত্রকে ‘কৃত্রিমভাবে বৃদ্ধি করা’ ও ‘অসমর্থনযোগ্য’ বলে উল্লেখ করা হয়েছে৷
তবে এই প্রথম নয় যখন নেপাল ভারতের কোন অংশকে নিজের বলে দাবি করে বিতর্কে জড়িয়েছে৷ এই টানাপোড়েন বহু যুগ আগের৷ একই নদী নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ আছে৷ কারণ নদিটির দুটি উৎসমুখ আছে৷ একটি নেপালের ভূখণ্ডের অংশ, আর একটি ভারতের৷ এই ধরনের নদীর অধিকার নিয়ে দু-দেশের মধ্যে সমস্যা আছে৷
ঘটনার সূত্রপাত নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডের সভাপতিত্বে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে৷ বৈঠকে স্থির হয়, দেশে নতুন একশো টাকার নোট চালু করা হবে৷ এখন চালু থাকা নোটগুলি ধীরে ধীরে তুলে নেওয়া হবে৷ বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, নতুন একশো টাকার নোটে দেশের নতুন মানচিত্র ছাপা হবে৷ দেশবাসীকে মানচিত্র সম্পর্কে সচেতন করে তুলতে এই সিদ্ধান্ত৷
নেপালের ওই নয়া মানচিত্র নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, এটা অস্থিরতা তৈরির লক্ষে কৃত্রিম উপায়ে সীমানা বিস্তারের চেষ্টা৷ উল্লেখিত তিনটি জায়গাই উত্তরাখণ্ডের অংশ৷ এরমধ্যে লিপুলেখ পাসকে চিনও তাদের অংশ বলে দাবি করে৷
নেপালের তথ্য ও সম্প্রচারমন্ত্রী রেখা শর্মা মন্ত্রিসভার বৈঠক শেষে বলেন, গত মাসের ১৮ তারিখ মন্ত্রিসভায় নতুন মানচিত্র নিয়ে কথা হয়েছিল৷ শুক্রবার সিদ্ধান্ত হয়েছে, নতুন মানচিত্র একশো টাকার নোটের উপর ছাপা হবে৷ সেই মতোই টাকার ডিজাইন করা হবে৷ প্রসঙ্গত, নেপালের টাকা বা কারেন্সি নোটের বড় অংশ ছাপা হয় কলকাতার আলিপুর টাঁকশালে৷ একশো টাকার নোটও সেখানেই ছাপানোর সম্ভাবনা উডি়য়ে দেওয়া যাচ্ছে না৷
তবে নেপালের এই নতুন টাকা এবং মানচিত্রের পেছনে চিনের মস্তিষ্ক কাজ করছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ দীর্ঘদিন ধরেই নেপালের উপর চিনের প্রভাব রয়েছে৷ বর্তমান প্রধানমন্ত্রী প্রচণ্ড সম্পর্কে অবশ্য কূটনৈতিক মহল তা মনে করে না৷ তাঁর সময় ভারত-নেপাল সম্পর্কের উন্নতি হবে বলেই আশাবাদী কূটনৈতিক কর্তারা৷ দু-পক্ষেই মানে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির সময়ে তৈরি মানচিত্র নিয়ে অনেক বিবাদ আছে৷