• facebook
  • twitter
Saturday, 12 July, 2025

৩ আগস্ট নিট পিজি

এক মাস ১৮ দিন পিছোল সর্বভারতীয় প্রবেশিকা নিট পিজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন)।

এক মাস ১৮ দিন পিছোল সর্বভারতীয় প্রবেশিকা নিট পিজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন)। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে এনবিইএমএস-কে নির্দেশ দেওয়া হয়েছে ৩ আগস্ট নিট পিজি আয়োজন করতে হবে। এই পরীক্ষার মাধ্যমে এমবিবিএস উত্তীর্ণ পরীক্ষার্থীরা স্নাতকোত্তর স্তরে ভর্তি হন। এই বছর নিট পিজি হওয়ার কথা ছিল ১৫ জুন। কিন্তু চলতি মাসের ২ তারিখ এনবিইএমএস-র তরফে বিজ্ঞপ্তি জারি করে সেই পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল। পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, একটি শিফটে পরীক্ষা নিতে হবে, পরীক্ষায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং নিরাপদ পরীক্ষাকেন্দ্র চিহ্নিত করে পরীক্ষা নিতে হবে এনবিইএমএস-কে। একগুচ্ছ নির্দেশ কার্যকর করার জন্য পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয় বলে দাবি ওয়াকিবহল মহলের। শীর্ষ আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছে, ৩ আগস্ট যে কোনও মূল্যে পরীক্ষা নিতে হবে। নিট পিজি পরীক্ষা আয়োজন করার জন্য আর সময় দেওয়া হবে না এনবিইএমএস-কে।

প্রতি বছরে মেডিক্যালের বিভিন্ন বিষয়ে এমডি/এমএস/পিজি ডিপ্লোমা/ডিএনবি-র জন্য নিট পিজি-র আয়োজন করা হয়। গত বছরই প্রথম বার একই দিনে দু’টি পর্বে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু’লক্ষ। কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি-র মাধ্যমেই নেওয়া হয় নিট পিজি।