প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে এইমসা জানিয়েছে, বাংলাদেশে থাকা ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের পরিবারের কাছ থেকে প্রতিনিয়ত উদ্বেগজনক বার্তা আসছে। পড়ুয়ারা সেখানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার ফলে তাঁদের মধ্যে ভয়, উৎকণ্ঠা ও মানসিক চাপ ক্রমশ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তা ও মানসিক সুস্থতা রক্ষায় প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছে সংগঠনটি।
Advertisement
চিঠিতে আরও বলা হয়েছে, বিদেশে ডাক্তারি পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের প্রত্যাশা থাকে যে বিপদের সময় ভারত সরকার তাঁদের পাশে দাঁড়াবে। সেই কারণেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, তিনি যেন বিদেশমন্ত্রী, বাংলাদেশের ভারতীয় দূতাবাস এবং সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলির সঙ্গে সমন্বয় রেখে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
Advertisement
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে হিংসা চরম আকার নিয়েছে। গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। ১৮ ডিসেম্বর সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। একের পর এক সংবাদপত্র অফিসে ভাঙচুর, ছায়ানটে হামলা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খুনের ঘটনার খবর সামনে আসে। নৃশংসভাবে হত্যা করা হয় সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে, যার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ক্রমবর্ধমান হিংসা, মৌলবাদের উত্থান এবং ভারতবিদ্বেষী মনোভাবের আবহে বাংলাদেশে থাকা ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সেই কারণেই জরুরি পদক্ষেপের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখল এইমসা।
Advertisement



