৪০ এ নীতীশকে ১৬, চিরাগকে ৫ দিয়ে বিহার জট কাটাল এনডিএ জোট

Written by SNS March 18, 2024 8:12 pm

পটনা, ১৮ মার্চ– অবশেষে বিহার জট কাটল বিজেপির৷ বিহারে আসন ভাগাভাগি চূড়ান্ত করে নীতীশ, চিরাগকে খুশি করতে পারল এনডিএ জোট৷ সোমবার, শরিক দলগুলির এক বৈঠকের পর, বিজেপি নেতা বিনোদ তাওডে় জানিয়েছেন, রাজ্যের ৪০টি আসনের মধ্যে, বিজেপি প্রার্থী দেবে ১৭টি লোকসভা আসনে৷ আর এনডিএ শরিক নীতীশ কুমারের জেডি(ইউ) প্রতিদ্বন্দ্বিতা করবে ১৬টি আসনে৷ বিহারে এনডিএ জোটের আরেক প্রধন শরিক দল, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টিও ৫টি আসনে লড়বে৷ তবে শুধু নীতীশ বা চিরাগের সঙ্গেই আসন ভাগাভাগি করেনি বিজেপি জোট৷ হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক সমতা পার্টিকেও একটি করে আসন ছাড়া হয়েছে৷
লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি, রাজু তিওয়ারি বলেছেন, ‘লোক জনশক্তি পার্টিকে ৫টি আসন দিয়েছে এনডিএ৷ আমরা বিহারের ৪০টি লোকসভা আসনের সবকটিতেই জিতব৷’ সূত্রের খবর, পশ্চিম চম্পারন, পুর্ব চম্পারন, ঔরঙ্গাবাদ, মধুবনি, আরারিয়া, দারভাঙ্গা, মুজাফ্ফরপুর, মহারাজগঞ্জ, সরন, উজিয়ারপুর, বেগুসরাই, নওয়াদা, পাটনা সাহিব, পাটলিপুত্র, আরাহ, বক্সার এবং সারারাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি৷ অন্যদিকে জেডিইউ লড়বে বাল্মীকি নগর, সীতামারহি, ঝাঁঝড়পুর, সুপল, কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, মাধেপুরা, গোপালগঞ্জ, সিওয়ান, ভাগলপুর, বাঁকা, মুঙ্গের, নালন্দা, জাহানাবাদ এবং শেওহরে৷ চিরাগ পাসোয়ানের দল লড়বে বৈশালী, হাজিপুর, সমস্তিপুর, খাগরিয়া এবং জামুই আসনে৷ জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা লড়বে গয়া আসনে, আর উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা লড়বে কারাকাট আসনে৷
২০১৯ সালে বিহারের ৪০টি আসনের মধ্যে ১৭টিতেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি৷ আর জেডিইউ লডে়ছিল ১৭ আসনে৷ এলজেপি প্রার্থী দিয়েছিল বাকি ৬টি আসনে৷ ৩৯টি আসনেই জিতেছিলেন এনডিএ প্রার্থীরা৷ একমাত্র একটি আসনে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন জেডিইউ প্রার্থী৷ ২০২২-এর অগস্টে এনডিএ-র সঙ্গ ত্যাগ করে মহাগঠবন্ধনে ফিরে এসেছিলেন নীতীশ কুমার৷ তাঁর আহ্বানেই পটনায় তৈরি হয়েছিল ইন্ডিয়া জোটের রূপরেখা৷ কিন্ত্ত, ২০২৪-এর জানুয়ারিতে তিনি ফের এনডিএ-র ঘরে ফিরে গিয়েছেন৷ আসন্ন লোকসভা নির্বাচনে নীতীশের এই ঘর বদল ভোট ব্যাঙ্কে কোনও প্রভাব পড়ে কিনা তাই এখন দেখার৷