• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রিয়া সহ ৩৩ জনের নাম চার্জশিটে 

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হত্যাকান্ডে রিয়া চক্রবর্তী সহ ৩৩ জনের নামে ১২,০০০ পাতা সংযােজন সহ ৫০,০০০ পাতার চার্জশিট জমা করল এনসিবি।

রিয়া চক্রবর্তী (File Photo: IANS)

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হত্যাকান্ডে রিয়া চক্রবর্তী সহ ৩৩ জনের নামে ১২,০০০ পাতা সংযােজন সহ ৫০,০০০ পাতার চার্জশিট জমা করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরাে 

চার্জশিটে অভিযুক্তদের হােয়াটসঅ্যাপ চ্যাট, কল রেকর্ড সহ একাধিক তথ্য প্রমাণ উল্লেখ করা হয়েছে 

Advertisement

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হত্যাকান্ডের তদন্তে মাদক যােগ প্রকাশ্যে আসার পর সিবিআই, ইডি ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরাে তদন্তে নেমেছে 

Advertisement

ওই মামলার প্রেক্ষিতেই মুম্বইয়ের বিশেষ আদালতে এনসিবি চার্জশিট জমা করে সম্প্রতি রিয়া চত্রবর্তীকে এনসিবি অফিস থেকে বেরােতে দেখা গেছিল

Advertisement