আজ থেকে ঠিক আড়াই বছর আগে ৮ ই আগস্ট তেলুগু অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে অভিনেত্রী সামান্থার সম্পর্কের ইতি ঘটে। আর ঠিক ৮ আগস্টই শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদান সারলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। অনুষ্ঠানটি খুব ব্যক্তিগত এবং অন্তরঙ্গ পরিবেশে নাগার্জুনের বাড়িতে অনুষ্ঠিত হয় । নাগার্জুনই সম্ভবত সেই খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। বাগদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় শোভিতার বাবা-মা, নাগা চৈতন্যের ভাই অমলা আক্কিনেনি ও অখিল।
Advertisement
এর আগে নাগা বিয়ে করেছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। একসময় দুজনকে পাওয়ার কাপল হিসেবে মানত সকলে। তবে ২০২১ সালে সামান্থা আর নাগা বিচ্ছেদের খবর দেন। এরপর থেকেই নাগা (৩৭) ও শোভিতার (৩২) ডেট করার খবর আসছিল। এবং খবর ছিল, নাগার পরিবারেরও বেশ পছন্দ হয়েছে শোভিতাকে। এমনকী, একটি সিনেমার অনুষ্ঠানে নাগার্জুন তাঁর হবু পুত্রবধূ সম্পর্কে খোলাখুলি কথা বলে জানিয়েছিলেন, ‘ও খুব ভাল ছিল (ছবিতে)। মানে, আমার এভাবে বলা উচিত নয় হয়তো, তবে তিনি ছবিতে হট ছিলেন। তার মধ্যে এমন কিছু আছে যা খুব আকর্ষণীয়।’ বাগদানের খবর আসার পর থেকেই, এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Advertisement
নাগা চৈতন্য এবং শোভিতা ২০২৪ সালের শেষের দিকে গাঁটছড়া বাঁধবেন বলে আশা করা হচ্ছে। আজ সন্ধ্যায় বাগদানের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
এদিকে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সিটাডেল’ সিরিজের প্রচারে ব্যস্ত সামান্থা। সামান্থা এবং নাগা চৈতন্য ২০১৭ সালের ৬ এবং ৭ ই অক্টোবর গোয়ায় গাঁটছড়া বেঁধেছিলেন। তাদের বিয়ে মাত্র চার বছর স্থায়ী হয়েছিল এবং ২০২১ সালের অক্টোবরে তারা ঘোষণা করেছিলেন যে তারা আলাদা হয়ে যাচ্ছেন।
Advertisement



