গুগল আর্থে দেখা যাচ্ছে রহস্যময় দ্বীপ, কিন্তু বাস্তবে দেখা মিলছে না 

কোচি থেকে পশ্চিমে একটি অংশে গুগল আর্থ থেকে দেখা যাচ্ছে একটি ভূখণ্ড। এই ভূখণ্ড নিয়েই তৈরি হয়েছে রহস্য।

Written by SNS Thiruvananthapuram | June 18, 2021 8:53 pm

প্রতীকী ছবি (Photo: Getty Image)

কোচি থেকে পশ্চিমে একটি অংশে গুগল আর্থ থেকে দেখা যাচ্ছে একটি ভূখণ্ড। এই ভূখণ্ড নিয়েই তৈরি হয়েছে রহস্য। উপগ্রহ চিত্রে সাগরের মধ্যে দেখা যাচ্ছে একটা কালাে দ্বীপের মতাে অংশ। এই অংশের উপর দিয়ে জলযান যাওয়ার চিহ্নও রয়েছে। প্রশ্ন জাগছে, তাহলে এই অংশটি ঠিক কী? ভূখণ্ড, নাকি সমুদ্রের তলায় থাকা কোনও স্থলভাগ? 

গুগল ম্যাপে এই এলাকার কোনও উল্লেখ নেই। যদি স্থলভাগ হয়, তাহলে তা গুগল ম্যাপে থাকার কথা। কিন্তু তা ধরা পড়ছে না। স্বাভাবিকভাবে এই নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়েছে এই রহস্যজনক ভূখণ্ডের বিষয়ে জানার জন্য।

কেরলে চেল্লাম কৰ্ষিকা পর্যটন উন্নয়ন পর্ষদ কেরলের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এ বিষয়ে আরও বেশি করে জানার জন্য চিঠি পাঠিয়েছে। এই নিয়ে অধ্যাপকরা গবেষণা শুরু করেছেন। যদি সত্যি সত্যি কোনও স্থলভাগ থাকে, তাহলে এটা কী দিয়ে তৈরি, সেটা খতিয়ে দেখা হবে।