একাধিক ফৌজদারি মামলা, পাসপোর্ট হারাতে পারেন মেধা পাটেকর

২০১৭-র মার্চে পাসপোর্ট রিনিউ করার আবেদন জানান মেধা পাটেকর। এই নতুন পাসপাের্টটি ২০২৭-এর ২৯ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

Written by SNS Mumbai | November 22, 2019 1:10 pm

মেধা পাটেকর (Photo: IANS)

তাঁর বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়িত থাকার একাধিক মামলা থাকায় এবং তথ্য গােপন করে যাওয়ার অভিযােগে পাসপাের্ট হারাতে পারেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকর ।

এই বিষয়ে মধ্যপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে রিজিওনাল পাসপাের্ট অফিস। গত ১৮ অক্টোবর এই বিষয়ে মেধা পাটেকরের কাছে একটি শােকজ নােটিশ পাঠায় পাসপাের্ট অফিস।

তাঁর বিরুদ্ধে এখনও নিষ্পত্তি না হওয়া অপরাধমূলক মামলা সম্পর্কে তিনি পাসপাের্ট রিনিউ-এর সময় কিছু জানাননি বলে অভিযােগ।

মুম্বই আরপিও নােটিশে জানিয়েছে যে, মেধা পাটেকরের বিরুদ্ধে ৯টি ফৌজদারি মামলা চলছে। এর মধ্যে তিনটি বারওয়ানি, একটি আলিরাজপুর এবং পাঁচটি মধ্যপ্রদেশের খাণ্ডেয়া জেলার ঘটনা। এই মামলাগুলি প্রায় সবই সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযােগ।

২০১৭-র মার্চে পাসপোর্ট রিনিউ করার আবেদন জানান মেধা পাটেকর । এই নতুন পাসপাের্টটি ২০২৭-এর ২৯ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী জানিয়েছেন যে আরপিও-কে তিনি তাঁর উত্তর জানিয়ে দিয়েছেন। পাসপাের্টের আবেদন করার সময় তাঁর বিরুদ্ধে কোনাে মামলা ছিল না বলে দাবি করেছেন তিনি।