প্রয়াত হলেন বর্ষীয়ান ভারতীয় রাজনীতিবিদ তথা সপা নেতা মুলায়ম সিং। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।
তাঁর প্রয়াণে সমাজবাদী পার্টির অপূরণীয় ক্ষতি হল বলে মন্তব্য করেন। দলের সভাপতি অখিলেশ যাদব। তিনি বলেন, ‘সাধারণ জীবনযাপনে অভ্যস্ত মুলায়ম সিংয়ের ঔরাইয়া শহরে নিজের একটা বাড়িও নেই। গ্রামের বাড়িতেই থাকতেন।একজন রাজনীতিকও যে সাধারণ জীবনযাপন করতে পারেন, মুলায়ম জি দেখিয়েছেন।
Advertisement
১৯৪৯ সাল, গ্রামের সরপঞ্চ নির্বাচিত একুশের মুলায়ম। ঔরাইয়ার ভাগ্যনগর ব্লকে দেড় দশক গ্রাম প্রধান ছিলেন। পাশাপাশি, তিনবার বিধান পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। গতকালই তার শেকৃত্য সম্পন্ন হয় । তিনি ব্লক সভাপতি হিসেবেও দুবার দায়িত্ব সামলেছেন।
Advertisement
সপার প্রাক্তন সভাপতি মুলায়ম সিং যাদবের ঘনিষ্ট সহযােগী সপা নেতা মুলায়ম সি। অখিলেশ যাদব শ্ৰজ্ঞাপন করে বলেন, ‘কৃষক, গরিব ও প্রান্তিক মানুষগুলাের জন্য মুলায়াম সিংহ কাজ করে গেছেন’।
Advertisement



