• facebook
  • twitter
Tuesday, 29 July, 2025

উত্তর প্রদেশে এনকাউন্টার, পুলিশের গুলিতে খতম দুই দুষ্কৃতী

পুলিশের গুলিতে খতম মুখতার গ্যাংয়ের শার্প শুটার সহ ২ দুষ্কৃতী। রবিবার রাতে মুজফফরনগরের বিজোপুরা ক্রসিং এলাকায় এই এনকাউন্টারটি হয়েছে।

উত্তর প্রদেশে পুলিশের গুলিতে খতম মুখতার গ্যাংয়ের শার্প শুটার সহ দুই দুষ্কৃতী। রবিবার রাতে মুজফফরনগরের বিজোপুরা ক্রসিং এলাকায় এই এনকাউন্টারটি হয়েছে। নিহতরা হলেন – সঞ্জীব জিভা এবং শার্প শুটার শাহরুখ পাঠান। পুলিশ সূত্রে খবর, শাহরুখের মাথার দাম ধার্য ছিল ৫০ হাজার টাকা।

গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তি করে মিরাট পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রবিবার গভীর রাতে অভিযান চালায় ছাপরা থানা এলাকার বিজোপুরা ক্রসিংয়ে। অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে অন্তত ১০ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা জবাবে ঘটনাস্থলেই নিহত হয় দুই দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, প্রায় ৬০টি কার্তুজ এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, জিভা ওই অঞ্চলের কুখ্যাত গ্যাংস্টার এবং শাহরুখ ছিল মুখতার গ্যাংয়ের শার্প শুটার। তাঁদের বিরুদ্ধে খুন, ডাকাতি, পুলিশ হেফাজতে আক্রমণের মতো একাধিক গুরুতর অভিযোগে মামলা চলছিল। ইতিমধ্যেই এক ডজনের বেশি মামলায় জড়িত থাকার প্রমাণ মিলেছে পুলিশের হাতে। দুই অপরাধীর এনকাউন্টারকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ-প্রশাসন।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ রাজনীতির এক বিতর্কিত চরিত্র ছিলেন প্রয়াত গ্যাংস্টার ও প্রাক্তন বিধায়ক মুখতার আনসারি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মউ সদর কেন্দ্র থেকে পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালে গাজিপুরের বিধায়ক কৃষ্ণানন্দ রাই সহ সাতজনকে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ১০ বছরের সাজা দেয় আদালত। অস্ত্র আইনে জাল শংসাপত্র মামলায়ও তাঁকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। প্রায় ৬০টির বেশি মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। চলতি বছরের মার্চ মাসে জেল হেফাজতে মৃত্যু হয় মুখতার আনসারির। পরিবারের অভিযোগ, ‘স্লো পয়জন’ প্রয়োগ করেই তাঁকে হত্যা করা হয়েছে।