বাটলা হাউস কান্ডে দোষী সাব্যস্ত মুজাহিদিন জঙ্গি আরিজ খান

২০০৮ সালে বাটলা হাউস কান্ডে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি আরিজ খানকে দোষী সাব্যস্ত করল স্থানীয় আদালত। আগামি সােমবার পর্যন্ত শাস্তি ঘােষণা লতুবি রাখা হয়েছে।

Written by SNS Delhi | March 9, 2021 7:51 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

২০০৮ সালে বাটলা হাউস কান্ডে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি আরিজ খানকে দোষী সাব্যস্ত করল স্থানীয় আদালত। আগামি সােমবার পর্যন্ত শাস্তি ঘােষণা লতুবি রাখা হয়েছে। ওখলা এলাকায় পুলিশ জঙ্গি সংঘর্ষে একজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছিল।

দু’জন গুরুতর জখম হয়েছিল। ঘটনার পর খানের সঙ্গে শাহজাদ আহমেদ পালিয়ে গেছিল। পরে তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়েছিল। মহম্মদ সাজিদ ও আকিফ আমি এক দুর্ঘটনায় মৃত্যু হয়। মহম্মদ সঈফ ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছিল।

তিনি দিল্লি, রাজস্থান, গুজরাট উত্তরপ্রদেশে ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিল। তাকে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার করেছিল। ঘটনায় ১৬৫৬ জনের মৃত্যু হয়েছিল। ৫০০ জন জখম হয়েছিলেন।