মধ্যপ্রদেশ সরকার গরিষ্ঠতা হারিয়েছে বলে বিজেপি চিঠি দিল রাজ্যপালকে

কংগ্রেস দল পরিচালিত কমল নাথের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ রাজ্যসরকার তার গরিষ্ঠতা হারিয়েছে এবং আস্থা ভােটের জন্য অবিলম্বে বিধানসভার অধিবেশন আহ্বানের অনুরােধ জানিয়ে রাজ্যপালকে এক চিঠি দিয়েছে রাজ্য বিজেপি।

Written by SNS New Delhi | May 21, 2019 1:58 pm

কমল নাথ (File Photo: IANS)

কংগ্রেস দল পরিচালিত কমল নাথের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ রাজ্যসরকার তার গরিষ্ঠতা হারিয়েছে এবং আস্থা ভােটের জন্য অবিলম্বে বিধানসভার অধিবেশন আহ্বানের অনুরােধ জানিয়ে রাজ্যপালকে এক চিঠি দিয়েছে রাজ্য বিজেপি।

উল্লেখ্য গত বছর মধ্যপ্রদেশে বিধানসভার নির্বাচনে কংগ্রেস দল মায়াবতীর বিএসপি এবং অখিলেশ যাদবের এসপি বিধায়কদের সহযােগিতায় রাজ্যে ক্ষমতা দখল করে বিজেপির শিবরাজ চৌহানের সরকারকে পরাস্ত করে। ২৩০ বিধানসভা আসনের মধ্যে নির্বাচনে কংগ্রেস দল ১১৪ আসনে জয় পায়। অন্যদিকে বিজেপি দখল করে ১০৯টি আসন। কংগ্রেসকে সমর্থন দেয় বিএসপির দুই বিধায়ক এবং এসপির এক বিধায়ক।

বিজেপির পক্ষে বিরােধীদলের নেতা গােপাল ভার্গব অবিলম্বে বিধানসভায় কৃষি ঋণ এবং বিধানসভায় কংগ্রেসের সংখাগরিষ্ঠতা প্রমাণের জন্য অভিলম্বে বিধানসভার অধিবেশন ডাকার অনুরােধ জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন। দেশে সাধারণ নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষায় মধ্যপ্রদেশের ২৪টি লােকসভা আসনের মধ্যে ২০টি আসন বিজেপির দখলে যাবে বলে জানানােয় এখন কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে।

অন্যদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বিএসপিও কংগ্রেসের কমল নাথ পরিচালিত রাজ্যসরকারের প্রতি তাদের সমর্থন নিয়ে পুনর্বিবেচনার অবকাশ রয়েছে বলে মন্তব্য করায় অবস্থা আরও জটিল আকার নিয়েছে। কারণ তার দলের এক বিধায়ক লােকেন্দ্র সিং বিএসপি ত্যাগ করে কংগ্রেসে যােগ দেয়। কিন্তু কংগ্রেস দলের পক্ষে বিজেপির এই উদ্যোগে জল ঢেলে দিয়ে জানানাে হয়েছে, তাদের রাজ্যসরকার চালানাের মতাে যথেষ্ঠ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং প্রতি সপ্তাহে তা প্রমাণের কোনও প্রয়ােজন নেই। কিন্তু সাধারণ নির্বাচনের সময়ে কংগ্রেসের মধ্যে দলের হয়ে প্রচার নিয়ে দুই গােষ্ঠীর দ্বন্দ্ব চরমে ওঠে।