২৪ ঘন্টায় মহারাষ্ট্রে মৃত সাড়ে তিন হাজারেরও বেশি 

দেশে দৈনিক করােনা সংক্রমণ ফের ৪০ হাজারের গণ্ডি পেরােল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করােনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজারের বেশি।

Written by SNS New Delhi | July 22, 2021 11:27 am

প্রতীকী ছবি (File Photo: AFP)

দেশে দৈনিক করােনা সংক্রমণ ফের ৪০ হাজারের গণ্ডি পেরােল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করােনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজারের বেশি। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করােনা সংক্রমণ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এই নিয়ে সারা দেশে মােট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭ জন। 

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে দৈনিক মৃত্যু উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৮ জন। গত কয়েকদিন ধরে যদিও দৈনিক মৃত্যু ছিল অনেক কম। ৫০০-র আশেপাশেই ছিল দৈনিক মৃত্যু। গত দু’দিনে অবশ্য তাও কমেছিল। মৃতের সংখ্যা ৪০০-র নীচে নেমেছিল। 

গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রে দৈনিক মৃত্যু হচ্ছিল ১৫০ জনের কাছাকাছি। সেখানে আচমকাই গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৩৬৫৬ জনের। এক রাজ্যে আচমকা এত মৃত্যু একদিনে কীভাবে সম্ভব হল, নাকি করােনায় পুরনাে মৃত্যুকে খাতাকলমে দেখানাে হল, তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। 

তবে মৃতের সংখ্যা আমজনতার মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। মহারাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাফে অনেকটা বৃদ্ধি পাওয়ায় দেশে দৈনিক মৃত্যুতে তার প্রভাব পড়েছে। এর আগে বিভিন্ন রাজ্য করােনায় পুরনাে মৃত্যু আপডেট করায় দেশেও করােনায় মৃতের সংখ্যা বাড়ে। তবে মহারাষ্ট্র ছাড়া কেরলে গত ২৪ ঘণ্টায় ১০০ জনের বেশি করােনায় মারা গিয়েছেন। যদিও অন্য রাজ্যে দৈনিক মৃত্যু ৫০-এর কম রয়েছে।