• facebook
  • twitter
Friday, 5 December, 2025

তীব্র তুষারঝড়ে এভারেস্টে আটকে ১০০০-র বেশি অভিযাত্রী

শুরু হয়েছে উদ্ধারকাজ

প্রতিনিধিত্বমূলক চিত্র

গত কয়েকদিনে প্রবল বৃষ্টিপাত এবং ধসের কারণে বিধ্বস্ত উত্তরবঙ্গ এবং নেপাল। উত্তরবঙ্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনের বেশি। নেপালে মৃত ৫১। এই পরিস্থিতিতে গত দু’দিন ধরে চলতে থাকা বৃষ্টিপাত এবং প্রবল তুষারঝড়ের কারণে মাউন্ট এভারেস্টের পূর্বদিকে কাংশুং-এর কর্মা উপত্যকায় আটকে পড়েন হাজার জন পর্যটক এবং অভিযাত্রী। ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয় অভিযাত্রীদের। এখনও পর্যন্ত ৩৫০ জন পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আটকে পড়া আরও পর্যটকদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এবং তাঁদেরও উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার রাত থেকে এভারেস্টের কাংশুং-এর নিকটবর্তী এলাকায় শুরু হয় ভারী বৃষ্টিপাত এবং প্রবল তুষারঝড়। চিনে টানা আট দিন ছুটি থাকার জন্য কাংশুং-এর কার্মা উপত্যকায় ছিল প্রচুর পর্যটকদের ভিড়। আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পর্যটকরা এই উপত্যকায় আটকে পড়েন। এই উপত্যকা ৪২০০ মিটার অর্থাৎ ১৩,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। রবিবার প্রাকৃতিক পরিবেশের কিছুটা উন্নতি হওয়ায় পর্যটকদের উদ্ধার করার কাজ শুরু করা হয়। ৩৫০ জন ট্রেকারকে ইতিমধ্যেই উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে কুদাংয়ে। স্থানীয়রাও উদ্ধারকাজে যোগ দিয়েছেন।

Advertisement

চিনের একটি সংবাদমাধ্যম দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, প্রবল তুষারঝড়ের মধ্যে হাঁটু সমান উঁচু বরফের মধ্যে দিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে এগিয়ে চলেছেন ট্রেকাররা। জানা গিয়েছে, তিব্বতের একটি উদ্ধারকারী দল, ‘ব্লু স্কাই রেসকিউ’ এর কাছে একটি ফোনকল আসে সাহায্য চেয়ে। তাঁদের কাছে খবর আসে যে, প্রবল তুষারঝড়ের জেরে ভেঙে পড়েছে পর্বতারোহীদের তাঁবুগুলি এবং কিছু পর্যটক ইতিমধ্যেই হাইপোথার্মিয়ার শিকার হয়েছেন।

Advertisement

Advertisement