সােশ্যাল মিডিয়ায় আলাপ , সখ্যতা ও প্রণয়– এই পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও শেষরক্ষা হল না। মুসলিম ছেলের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্কের কথা জানা ও মেয়েকে সরিয়ে নিয়ে আসার ফল মিলল হাতেনাতে। গার্লফ্রেন্ডের ভাই ও ঠাকুমাকে কুপিয়ে হত্যা করে আত্মঘাতী হল প্রেমিক মঈন খান।
পুলিশ জানিয়েছে, গত নভেম্বরে ইন্সটাগ্রামে গুঞ্জনের সঙ্গে মঈন খানের আলাপ হয়েছিল। গুঞ্জন তাকে বন্ধু বলে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। গুঞ্জনের পরিবারের ত্ৰফে ওদের সম্পর্কের কথা জানার পর মঈনের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেছিল। গুঞ্জনকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার আগে তার ফোনও সরিয়ে দেওয়া হয়েছিল।
Advertisement
মমিনপুরার বাসিন্দা মঈন খান তার বান্ধবীর সত্তরাের্ধ্ব ঠাকুমা ও ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে। গুরুতর জখম অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘােষণা করা হয়। পরে রাতের দিকে রেললাইন থেকে মঈনের দেহ পাওয়া যায়।
Advertisement
Advertisement



