• facebook
  • twitter
Monday, 8 December, 2025

সংসদে বন্দে-মাতরম নিয়ে বক্তৃতা মোদীর

‘এই গান শক্তির মন্ত্র দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামে গোটা দেশের অনুপ্রেরণা হয়ে উঠেছিল বন্দে মাতরম‘

সংসদে শীতকালীন অধিবেশন দুপুর ১২টার কিছু পরে বন্দে মাতরম নিয়ে আলোচনা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বন্দে মাতরমের গুরুত্বর কথা তুলে ধরে মোদী বলেন, ‘এই গান শক্তির মন্ত্র দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামে গোটা দেশের অনুপ্রেরণা হয়ে উঠেছিল বন্দে মাতরম।‘

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরমের সার্ধশতবর্ষ বা ১৫০ বছর পূর্তি চলছে। সেই  উপলক্ষে গত ৭ নভেম্বর একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছিলেন, বন্দে মাতরমের সার্ধ শতবর্ষকে স্মরণ করে সারা বছর নানা অনুষ্ঠান উদ্‌যাপিত হবে। বন্দে মাতরমের স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করেন তিনি। দলীয় ভাবেও বিজেপি দেশের নানা প্রান্তে বন্দে মাতরম গানের সার্ধশতবর্ষ পূর্তিতে একাধিক কর্মসূচি নিয়েছে।

Advertisement

জাতীয় গান ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি সংক্রান্ত বিতর্কের সূচনা করবেন প্রধানমন্ত্রী। লোকসভায় এই আলোচনার জন্য ১০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পরে বলবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কংগ্রেসের তরফে গৌরব গগৈ এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া এই আলোচনায় যোগ দেবেন।

Advertisement

Advertisement