দিল্লি, ২৫ ফেব্রুয়ারি – আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী তিন মাসের জন্য বন্ধ থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান। রেডিওতে অনুষ্ঠিত এই মাসিক সম্প্রচার আপাতত বন্ধ থাকছে বলে রবিবার এই অনুষ্ঠানের ১১০ তম পর্বে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নিজেই। তিনি বলেন, ‘যখন আমরা পরের বার দেখা করব, সেটি হবে মন কি বাত-এর ১১১ তম পর্ব।’ মোদির কথায়, ‘এই সংখ্যাটি শুভ। এর চেয়ে ভাল আর কী হতে পারে।’
রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১১০ তম পর্ব। ‘মন কি বাত’- এর ১১০ তম পর্বে প্রধানমন্ত্রী নারীশক্তি নিয়ে কথা বলেন। এদিন তিনি কথা বলেন ‘ড্রোন দিদি’-র সঙ্গে। প্রধানমন্ত্রী বলেন, ” আজ ভারতের নারী শক্তি প্রতিটি ক্ষেত্রে উন্নতির নয়া সোপান স্পর্শ করছে। আজ প্রতিটি গ্রামে ‘ড্রোন দিদি’-র আলোচনা হচ্ছে। ‘নমো ড্রোন দিদি’ এখন সবার মুখে মুখে। এই ‘নমো ড্রোন দিদি’ দেশের কৃষিক্ষেত্রকে আধুনিক করার এক বড় মাধ্যম।” মোদি বলেন, ‘‘রাসায়নিক পদার্থের জন্য আমাদের মাতৃভূমি দুর্ভোগ, যন্ত্রণা ভোগ করছে। আমাদের মাতৃভূমিকে বাঁচাতে বড় ভূমিকা পালন করছে দেশের মাতৃশক্তি।’’
Advertisement
এদিন ডিজিটাল গ্যাজেটের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘ ডিজিটাল গ্যাজেট এখন বন্য প্রাণীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করছে। আমাদের দেশের বিভিন্ন অংশে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, এটা খুবই আনন্দের ।’’
Advertisement
রবিবার মোদি বলেন, আগামী মাসে নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ফলে মার্চ মাসে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সম্ভাবনা। সেই কারণেই আগামী তিন মাসের জন্য ‘মন কি বাত’-এর সম্প্রচার বন্ধ থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এটি জনগণের জন্য, জনগণের অনুষ্ঠান, জনগণের কর্মসূচী’। নির্বাচনে ক্ষমতা ধরে রাখার বিষয়ে আস্থা প্রকাশ করেছেন আত্মপ্রত্যয়ী মোদি।
Advertisement



