• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

পহেলগাম কাণ্ডের পর আজ প্রথম কাশ্মীরে মোদী

রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৮ থাকলেও ব্রিজের কোনও ক্ষতি হবে না। বড় বিস্ফোরণেও ক্ষতির সম্ভাবনা কম।

আজ জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর উপর তৈরি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ব্রিজটি বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ যেখান দিয়ে ট্রেন ছুটবে। পাশাপাশি শ্রীনগর থেকে বৈষ্ণোদেবী মন্দিরের যাওয়ার জন্য রেল স্টেশন কাটরা পর্যন্ত যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ট্রেনটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর উপর দিয়ে মাত্র তিন ঘণ্টায় পৌছবে। সড়ক পথে এরজন্য সময় লাগে প্রায় সাত ঘণ্টা।

উল্লেখ্য, পহেলগামে জঙ্গি হামলার পর এই প্রথম জম্মু ও কাশ্মীরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী।
২০০৩ সালে বাজপেয়ী সরকার এই ব্রিজের অনুমোদন দেয়। মাঝে কাজ বন্ধ থাকলেও ২০২২ সালের আগস্টে ব্রিজের নির্মাণকাজ শেষ হয়। ব্রিজটি স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৮ থাকলেও ব্রিজের কোনও ক্ষতি হবে না। বড় বিস্ফোরণেও ক্ষতির সম্ভাবনা কম। সন্ত্রাসবাদী হামালার জন্যেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।