দেড় বছর পর ফের একমঞ্চে মোদি-নীতীশ, রবিতে পালটা জবাব ইন্ডিয়া জোটের

Written by SNS March 2, 2024 5:00 pm

পাটনা, ৩ মার্চ– প্রায় দেড় বছর পর ফের একমঞ্চে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র ‌ে মাদি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে৷  শনিবার  বিকেলে পশ্চিমবঙ্গ থেকে বিহারের ঔরঙ্গাবাদ এবং বেগুসরাইয়ে গিয়ে দুটি সভা করবেন মোদি৷ জেডিইউ নেতার পদ্ম শিবিরের আসার পর এই প্রথমবার বিহারে পা রাখলেন প্রধানমন্ত্রী৷ গয়া বিমানবন্দরে মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নীতীশ৷ সেখান থেকে একই হেলিকপ্টারে ঔরঙ্গাবাদের উদ্দেশে যাত্রা করেন তাঁরা৷ তারপর বেগুসরাইয়ের সভা সেরে পাটনায় ফিরে দিল্লি ফেরার কথা৷

মোদির বিহার সফরের পরদিন পাটলিপুত্রে বিরোধী জোট ইন্ডিয়ার মহাসভা হতে চলেছে৷ সেই জনসভাটি হবে ঐতিহাসিক গান্ধি ময়দানে৷ মহাগাঁটবন্ধনের নেতাদের এক মঞ্চে বসতে দেখা যাবে রবিবার৷ আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ছাড়াও লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য সেই জনসভায় ভাষণ দেবেন৷ ফলে মোদির সভার পরদিনই মেগা র্যালি নিয়েও সাজসাজ রব পাটনায়৷ ঔরঙ্গাবাদে প্রধানমন্ত্রী ২১ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস করবেন৷ বেগুসরাইতে ১.৪৮ লক্ষ কোটি টাকার তেল ও গ্যাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১৩ হাজার ৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন৷

প্রসঙ্গত, মোদি ও নীতীশ কুমারকে শেষবার দেড়বছর আগে ২০২২ সালের ১২ জুলাই একমঞ্চে দেখা গিয়েছিল৷ বিহার বিধানসভার শতবর্ষ অনুষ্ঠানে তাঁরা একত্রিত হয়েছিলেন৷ সম্ভবত বিহারের দুটি জনসভা থেকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে নিয়েই বেশিরভাগ বলার কথা মোদির৷ কারণ, বিহারে লালুপ্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসের গাঁটবন্ধন রয়েছে৷ আর এই দুই দলই জোটের অন্যতম শরিক৷ বিহারে মোদির আক্রমণের তির আরজেডি নেতাদের দুর্নীতি এবং পরিবারতান্ত্রিক রাজনীতিকে হানতে পারে৷ লালু-পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্র দুর্নীতির অভিযোগে ইডি-সিবিআই তদন্ত চলছে৷ যার মধ্যে একটি হল জমির বদলে রেলে চাকরি করে দেওয়ার অভিযোগ৷ পাশাপাশি এখান থেকে রাহুল গান্ধির কংগ্রেসকেও নিশানা করতে পারেন তিনি৷ বিহারে জাতিভিত্তিক জনগণনা নিয়ে বিজেপির প্রধানমন্ত্রী মুখ লোকসভা ভোটের আগে কী বলেন, তা নিয়েও কৌতূহল রয়েছে৷ কারণ, ওই গণনাতেই দেখা গিয়েছে এই রাজ্যে তফসিলি জাতি, উপজাতি, পিছডে়বর্গ, দলিত ও পিছিয়ে মুসলিমের সংখ্যা ও তাঁদের আর্থিক অবস্থা তলানিতে রয়েছে৷ বিহার দীর্ঘদিন ধরেই বিশেষ প্যাকেজের দাবি জানিয়ে আসছে এনিয়ে৷ ভোটের আগে বিহারের এই বিরাট অংশের জন্য মোদির গ্যারান্টি কী থাকে, তা নিয়েও জোর চর্চা চলছে রাজ্যে৷