• facebook
  • twitter
Thursday, 1 January, 2026

ইংরাজি নববর্ষের শুভেচ্ছা মোদী, মমতা ও রাহুলের

১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল নেত্রী লিখেছেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

পুরনো সব কিছুকে পিছনে ফেলে নতুনের আগমন। ইংরাজি নববর্ষের আনন্দে সকলেই মেতে। আর এই আনন্দের মধ্যেই নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছর উপলক্ষ্যে সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সমাজে শান্তি ও সুখের প্রার্থনা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সর্বস্তরের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও নতুন বছরে শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স হ্যান্ডলের পোস্টে মোদী লিখেছেন, ‘সকলকে ২০২৬ সালের শুভেচ্ছা। নতুন বছর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক, আপনার প্রচেষ্টায় সাফল্য এবং আপনার সমস্ত কাজে পরিপূর্ণতা আসুক।‘ পাশাপাশি ‘সমাজে শান্তি ও সুখের প্রার্থনা’ করছেন তিনি। অন্যদিকে যুবশক্তির সঙ্গে নিজের ছবি দিয়ে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হিন্দি ও ইংরাজি ক্যাপশানে লিখেছেন, ‘আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। নতুন বছর আপনাদের জীবনে অনেক খুশি, সুস্বাস্থ্য এবং সাফল্য আনুক।

Advertisement

সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘শুভ নববর্ষ সকলকে। সর্বদা হাসিখুশি থাকুন, এটা একটা আনন্দের দিন।‘ সেই সঙ্গে নিজের লেখা ও সুর করা এবং ইন্দ্রনীল সেনের গাওয়া একটি গান শেয়ার করেছেন তিনি। পবিত্র কল্পতরু উৎসবের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল নেত্রী লিখেছেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।‘

Advertisement

Advertisement