জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার তিন দিনের সফরে দক্ষিণ আফ্রিক গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার আয়োজিত এই শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণ প্রধানমন্ত্রীর এই সফর। ২১ থেকে ২৩ নভেম্বর এই তিন দিন দক্ষিণ আফ্রিকায় থাকবেন মোদী।’বসুধৈব কুটুম্বকম’ এবং ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ নীতির সঙ্গে সঙ্গতি রেখে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন তিনি।
সূত্রের খবর, শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও তিনি ষষ্ঠ ইবসা সম্মেলনেও অংশ নেবেন। মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি২০ সম্মেলনে যোগ দেব। এটি একটি বিশেষ সম্মেলন, কারণ এটি আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
Advertisement
সম্মেলনের সময় আমি বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করব।’ প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘আমরা ‘বসুধৈব কুটুম্বকম’ এবং ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ নীতির সঙ্গে সঙ্গতি রেখে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরব।‘ মোদী আরও বলেছেন, ‘এই সম্মেলনটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম জি২০ সম্মেলন। ২০২৩ সালে ভারতের জি২০ সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়ন জি২০-এর সদস্য হয়েছে।‘
Advertisement
এবারের জি২০-এর মূল বিষয় হল ‘সংহতি, সমতা ও স্থিতিশীলতা।’ প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমি সহযোগী দেশগুলোর নেতাদের সঙ্গে আমার আলোচনা এবং সম্মেলনের পাশাপাশি ষষ্ঠ ইবসা সম্মেলনে অংশগ্রহণের অপেক্ষায় আছি। এই সফরে আমি দক্ষিণ আফ্রিকার ভারতীয় প্রবাসীদের সঙ্গেও মতবিনিময়ের অপেক্ষায় আছি। যা ভারতের বাইরে অন্যতম বৃহত্তম ভারতীয় জনগোষ্ঠী।‘ প্রধানমন্ত্রী মোদী সম্মেলনের তিনটি সেশনেই বক্তব্য রাখবেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
দক্ষিণ আফ্রিকার আগে ব্রাজিল (২০২৪), ভারত (২০২৩) এবং ইন্দোনেশিয়া (২০২২) জি২০-এর সভাপতিত্ব করেছে। ২০২৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে, প্রধানমন্ত্রী মোদীর ঘোষণা অনুযায়ী আফ্রিকান ইউনিয়ন বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির এই গ্রুপের স্থায়ী সদস্য হয়।
Advertisement



