• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের টাকা দিলেন মোদি

বছরের প্রথম দিনেই ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি' প্রকল্পের অর্থসাহায্য সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিলেন নরেন্দ্র মোদি।

বছরের প্রথম দিনেই ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি’ প্রকল্পের অর্থসাহায্য সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিলেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী মোদী শনিবার পিএম-কিসান প্রকল্পের দশম কিস্তির টাকা বণ্টন করেন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে সারা দেশে ১০ কোটিরও বেশি কৃষক পরিবারের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

Advertisement

এই প্রকল্পে সরকারি তহবিল থেকে খরচ হয়েছে ২০,৯০০ কোটি টাকা। কেন্দ্রের ওই প্রকল্পে প্রতি আর্থিক বছরে ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকা দেওয়া হয়।

Advertisement

গত অগস্ট মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল দেশের কৃষকদের। এ পর্যন্ত ১০ কোটি ৯ লক্ষ কৃষক এই প্রকল্পের অর্থ সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর।

শনিবার ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি’ প্রকল্পের অর্থ প্রদান উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে দেশের ৩৫১ টি কৃষিপণ্য উৎপাদনকারী সংস্থাকে ১৪ কোটি টাকার ইক্যুইটি অনুদান দিয়েছেন মোদী। এর ফলে ১ লক্ষ ২৪ হাজার কৃষক উপকৃত হবেন বলে জানান তিনি।

Advertisement