মুম্বাই:- নিজের মাকে হারিয়েছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। শুক্রবার মুম্বইতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানী চক্রবর্তী। উত্তর কলকাতার মধ্যবিত্ত পরিবারের ছেলে মিঠুন চক্রবর্তী। জোড়াবাগান থেকে তাঁর মুম্বই যাওয়ার সাক্ষী ছিলেন বাবা, মা দুজনেই। অভিনেতার বাবা বছর তিনেক আগে মারা গিয়েছেন। এবার মাকেও চিরতরে হারিয়ে ফেললেন তিনি। অভিনেতার ছোট ছেলে নমশি চক্রবর্তী সংবাদ মাধ্যমের কাছে এ খবর জানিয়েছেন। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, প্রয়াত হয়েছেন তাঁদের ঠাকুমা শান্তিরানী চক্রবর্তী। মুম্বইতে ছেলের কাছেই থাকতেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠুনের মা। বাংলার বিনোদন জগৎ তথা রাজনৈতিক জগতেও নেমেছে শোকের ছায়া। দল, মতের পার্থক্য ভুলে মহাগুরুর এই দুঃসময়ে শোকপ্রকাশ করেছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। মিঠুন এবং তাঁর পরিবারের দ্রুত শোক মুক্তি কামনা করেছেন তিনি। উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতায় রয়েছেন মিঠুন চক্রবর্তী। জি বাংলার ডান্স বাংলা ডান্সে বহু বছর বাদে ফিরেছেন তিনি। শোতে মহাগুরুর আসনে দেখা যাচ্ছে তাঁকে। শোয়ের মধ্যে একাধিক পর্বে অতীতের স্মৃতিচারণা করতে গিয়ে তাঁর কথায় উঠে এসেছে বাবার প্রসঙ্গ। এই বিরাট ক্ষতি, শোক সামলে উঠুন মিঠুন চক্রবর্তী, এটাই কামনা সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের।
Advertisement
Advertisement
Advertisement



