অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার ছক, পুণ্যার্থীদের নিরাপত্তার ওপর জোর প্রশাসনের

এবছর আমরনাথ যাত্রা শুরু হয়েছে বুধবার। গােয়েন্দা সূত্রে খবর, পুণ্যার্থীদের ওপর হামলার ছক কষেছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

Written by SNS New Delhi | June 29, 2019 6:03 pm

অমরনাথ যাত্রা (File Photo: IANS)

এবছর আমরনাথ যাত্রা শুরু হয়েছে বুধবার। গােয়েন্দা সূত্রে খবর, পুণ্যার্থীদের ওপর হামলার ছক কষেছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। জম্মু ও কাশ্মীরের বালতাল রুটে জইশ জঙ্গিরা অমরনাথ যাত্রীদের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফলে নিরাপত্তার বেষ্টনী আরও জোরদার করা হচ্ছে পেহলগাঁও ও বালতাল রুটে। গােয়েন্দা সূত্রে খবর, বালতালের কাছে কঙ্গন এলাকার জাতীয় সড়কে অমরনাথ যাত্রীদের কনভয়ের ওপর হামলা চালাতে পারে জইশ জঙ্গিরা। সেই সঙ্গে হামলার ছক কষা হয়েছে নিরাপত্তা রক্ষীদের ওপর।

সুত্র মারফত জানা গেছে, জৈইশ সংগঠনের সম্রাবাদীরা নাগাবাল, কঙ্গন, গন্দরবালের মতাে পাহাড়ি এলাকায় ঘাঁটি গেড়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর গুর্জ সেক্টরে জঙ্গিদের হামেশাই যাতায়াত লেগে রয়েছে।

পাকিস্তান থেকে বহু সময়েই সন্ত্রাসবাদীরা এই এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা চালায়। এবছর সব আশঙ্কাকে মাথায় রেখেই নিরাপত্তা জোরদার করছে প্রশাসন। পেহলগাঁও ও বালতাল রুটে নিরাপত্তা বাড়ানাে হয়েছে বলে জানা গেছে।