পীড়িত হচ্ছেন পুরুষরাও,পৃথক কমিশনের দাবিতে বিক্ষোভ ইন্ডিয়া গেটে

বৃহত্তর গণতন্ত্রের স্তম্ভদের কাছে তাঁদের একটাই দাবি , মহিলাদের মতাে পুরুষদের জন্যও তৈরি হােক জাতীয় পুরুষ কমিশন। 

Written by SNS New Delhi | May 23, 2019 9:31 pm

প্রতীকী ছবি (Getty Images)

বিশ্বের মধ্যে বৃহত্তর  গণতন্ত্রের দেশ ভারতে মহিলাদের ক্ষমতায়নে  সরকারের চেষ্টার ত্রুটি নেই।মহিলাদের উপর ক্রমবর্ধমান অন্যায় অত্যাচারকে বন্ধ করতে সংবিধানে আনা হয়েছে নব নব আইন।রয়েছে জাতীয় মহিলা কমিশন।আদতে যাদের ক্ষমতায়নের জন্য এত প্রচেষ্টা বেশিরভাগ ক্ষেত্রে তারা পড়ে থাকেন পিছনের সারিতেই।মাঝখান থেকে আইনি সুবিধাকে হাতিয়ার করে আইনের ফাক গলে নিরপরাধ পুরুষকে বিপাকে ফেলেন বহু মহিলাই।দেশে এমন নজির কম নেই।তবে শুধু আইন নয় ,কুঞ্চিত ভ্রুর সমাজের পিছন সারিতে পড়ে প্রতিপদে  অপদস্থ হতে হয় তাদের।এই সমস্ত পুরুষদের পক্ষ নিয়েই শনিবার দিল্লির ইন্ডিয়া গেটের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে শামিল হল Men Too নামের এক সংগঠন।দাবি , মহিলা কমিশনের মতােই দেশে গঠন করা হােক পুরুষ কমিশন।

এই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি , মিথ্যা ধর্ষণ মামলায় যে সমস্ত পুরুষরা ভুক্তভােগী তাদের ন্যায় বিচার দেওয়া হােক।এদিন ইন্ডিয়া গেটের সামনে একাধিক প্ল্যাকার্ড হাতে পুরুষ নারী নির্বিশেষে বিক্ষোভে শামিল হতে দেখা যায় একাধিক মানুষকে।যাদের কারও প্ল্যাকার্ডে লেখা , আমি একজন পুরুষ।সমাজে সসম্মানে বেঁচে থাকার অধিকার আমারও আছে। কারও প্ল্যাকার্ড বলছে , অপরাধ অপরাধই।অপরাধের কোনও লিঙ্গভেদ হয় না। তবে এই বিক্ষোভে যাঁরা শামিল হয়েছিলেন , তাদের বেশির ভাগই কোনও নারীর দ্বারা নির্যাতিত কোনও পুরুষ ও তাঁদের পরিবারবর্গ।বৃহত্তর গণতন্ত্রের স্তম্ভদের কাছে তাঁদের একটাই দাবি , মহিলাদের মতাে পুরুষদের জন্যও তৈরি হােক জাতীয় পুরুষ কমিশন।