মেহুল চোকসির দুবাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত

১২ হাজার কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির পর ইডি’র ধরাছোঁয়ার বাইরে গিয়ে লুকিয়ে আছেন মেহুল চোকসি এবং তাঁর ভাগ্নে নীরব মােদি।

Written by SNS New Delhi | July 13, 2019 3:58 pm

১২ হাজার কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির পর ইডি’র ধরাছোঁয়ার বাইরে গিয়ে লুকিয়ে আছেন মেহুল চোকসি এবং তাঁর ভাগ্নে নীরব মােদি।

অ্যান্টিগা সরকার এখনও মেহুলকে প্রত্যর্পণে সম্মতি না দিলেও ইডি বসে থাকতে নারাজ। তারা নিজেরাই উদ্যাগী হয়েছে। বারবার অ্যান্টিগা সরকারকে অনুরােধ করা হয়েছে।

ইতিমধ্যে দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেহুল চোকসির একাধিক সম্পত্তি বাজেয়াপ্তের তােরজোর শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

দুবাইয়ে থাকা চোকসির ২৪ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। দুবাইয়ে থাকা চোকসির তিনটি বাণিজ্যিক সংস্থা, ই-২৮০ মার্সিডিজ গাড়ি, ব্যাঙ্কে থাকা স্থায়ী আমানত এবং আরাে কিছু মূল্যবান সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

ইডি’র তদন্তকারী অফিসাররা জানিয়েছেন মেহুল চোকসি বেআইনিভবে ছ’হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন। ইডি ইতিমধ্যেই ২৫৩৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে।

ব্যাঙ্ক জালিয়াতির পর অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে সেখানে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেছেন চোকসি। স্বাস্থ্যের কারণ দেখিয়ে বারবার ভারতে প্রত্যর্পণের দাবি এড়িয়ে গেছেন তিনি।

তাঁর আইনজীবী দাবি করেছেন ভারতে ফেরার মতাে শারীরিক পরিস্থিতি নেই তাঁর মক্কেলের। তার পাল্টা জবাবে ইডি’র তরফে জানানাে হয়েছে, মেহুলকে ফেরাতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও পাঠাতে প্রস্তুত তারা। সেই বিমানে বিশেষজ্ঞ চিকিসকও থাকবেন, যিনি মেহুলের শারীরিক অবস্থার ওপর নজর রাখতে পারবেন।

ইডি’র এই প্রস্তাবের পর একটু চাপে রয়েছেন মেহুল চোকসি। অন্যদিকে অ্যান্টিগা সরকারও এবার হাত গুটিয়ে নিতে শুরু করেছে। প্রথমে চোকসিকে ফেরাতে নিমরাজি হলেও ভাবমূর্তি খারাপ হতে পারে বলে এখন চোকসিকে ঝেড়ে ফেলতে চাইছে তারা।

সে দেশের প্রাইম মিনিস্টার গ্যাস্টন ব্রাউন জানিয়েছেন, অ্যান্টিগা অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল নয়। এমনকী আর্থিক জালিয়াতরাও এখানে আশ্রয় পাবে না। যত দ্রুত সম্ভব চোকসির নাগরিকত্ব বাতিল হবে বলে জানিয়েছিলেন তিনি।