‘এমসিসি’ এখন ‘মোদি কোড অফ মিসকনডাক্ট’ হয়ে গিয়েছে?নির্বাচন কমিশনকে তোপ কংগ্রেসের

অমিত শাহের রোড শো ঘিরে কলকাতায় টিএমসিপি-বিজেপি সংঘর্ষ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বিজেপিকেই অভিযােগের কাঠগড়ায় তুলছে বিরােধী শিবির।

Written by SNS New Delhi | May 17, 2019 6:55 pm

রনদীপ সুর্যেওয়ালা (Photo-IANS)

অমিত শাহের রোড শো ঘিরে কলকাতায় টিএমসিপি-বিজেপি সংঘর্ষ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বিজেপিকেই অভিযােগের কাঠগড়ায় তুলছে বিরােধী শিবির।বিজেপি নেতৃত্ব ‘পরিকল্পিতভাবে’ বাংলার উপর এই হামলা চালিয়েছে বলে অভিযােগ তুলেছিলেন বসপা নেত্রী মায়াবতী। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে তোপ দেগে তাঁর সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযােগে সরব হল কংগ্রেস।নির্বাচন কমিশন বর্তমানে ‘মোদি কোর্ট অফ মিসকনডাক্ট’ মেনে চলছে বলেও তােপ দেগেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা।

বিদ্যাসাগর কলেজের সামনে ঐতিহ্যবাহী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় নির্বাচন কমিশন রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরালেও বিজেপির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।উল্টে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের সময়সীমা শুক্রবার বিকেল থেকে কমিয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত করেছে।কমিশনের এই পদক্ষেপেরই কড়া সমালােচনা করেছে কংগ্রেস।বৃহস্পতিবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির সভা রয়েছে। তাই বিজেপিকে সুবিধা দিয়ে কমিশন কেবল প্রধানমন্ত্রীর সভার পরই প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে অভিযোগ করে সুরযেওয়ালা বলেন,”নির্বাচন কমিশন সংবিধানের সঙ্গে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করছে এবং মােদি-শাহের হাতের পুতুল হয়ে গিয়েছে।’একই সঙ্গে নির্বাচন কমিশনের ‘এমসিসি ’(মডেল কোড অফ কনডাক্ট)কে কটাক্ষ করে তাঁর প্রতি প্রশ্ন,’মডেল কোড অফ কনডাক্ট'(নির্বাচনী আচরণবিধি)বদল হয়ে বর্তমানে ‘মােদি কোড অফ মিস কনডাক্ট’ হয়ে গিয়েছে?

সুরযেওয়ালার মতো বসপা নেত্রী মায়াবতী,লালু-পুত্র তেজস্বী যাদব,সপা প্রধান অখিলেশ যাদবও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।নির্বাচন কমিশন অবশ্য এই প্রশ্নের কোনও জবাব দেয়নি।তবে বিরােধী নেতারা যেভাবে বিজেপি ও নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠেছেন,তাতে আপ্লুত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা হলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে টুইটারে মমতা লিখেছেন,’বাংলার মানুষের সঙ্গে একাত্ম হয়ে আমাদের সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ।নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয়ে বিজেপির নির্দেশে কাজ করছে এবং সরাসরি গণতন্ত্রকে আক্রমণ করছে।মানুষ  এর জবাব দেবে।’