• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গল্প করছিলেন বন্ধুর সঙ্গে, গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণ এমবিএ ছাত্রীকে

২রা নভেম্বর, রবিবার গভীর রাতে কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ২০ বছর বয়সী বেসরকারি কলেজের ছাত্রীকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগ।

প্রতীকী চিত্র

যে রাতে মেয়েরা বিশ্বজয় করল, সে রাতও হল না ধর্ষণমুক্ত। ২রা নভেম্বর, রবিবার গভীর রাতে কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ২০ বছর বয়সী বেসরকারি কলেজের ছাত্রীকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগ। কোয়েম্বাটুর কমিশনারেট টিএনএম-কে নিশ্চিত করেছে ঘটনাটি ঘটিয়েছে ৩ জন যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল বিমানবন্দরের পেছনে বৃন্দাবন নগর–এসআইএইচএস কলোনি রোডের কাছে। এমবিএ ছাত্রীটি তার পুরুষ বন্ধুর সাথে গাড়িতে বসে কথা বলছিলেন। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রাত আনুমানিক ১১টা নাগাদ, বাইকে চেপে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে পাথর দিয়ে গাড়ির জানালা ভেঙে দরজা খুলে ফেলে। এরপর, দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বেসরকারি কলেজের কাছে নির্জন জায়গায় মেয়েটিকে নিয়ে গিয়ে অত্যাচার চালায় বলে অভিযোগ। মারধর করা হয় নির্যাতিতার বন্ধুকেও। 

পরে পুলিশ এসে নির্যাতিতাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে, চিকিৎসা চলছে নির্যাতিতার বন্ধুরও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তিনজন সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সাতটি বিশেষ দল গঠন করেছে। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন প্রাক্তন তামিলনাড়ু বিজেপি সভাপতি কে আন্নামালাই।

তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন যে দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (DMK) সরকারের অধীনে নারীদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। আন্নামালাই বলেন, ‘যখন থেকে ডিএমকে তামিলনাড়ুতে ক্ষমতায় এসেছে, নারীদের বিরুদ্ধে এই ধরনের লাগাতার অপরাধ স্পষ্টভাবে প্রমাণ করে যে সমাজবিরোধীরা আইন বা পুলিশের প্রতি কোনো ভয় রাখে না।’ তিনি আরও অভিযোগ করেন, অপরাধীদের সুরক্ষা দেওয়ার এক উদ্বেগজনক প্রবণতা চলছে এবং সরকার নারী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

Advertisement

Advertisement