আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইস্যুরেন্স ২০২১ অর্থবর্থে ৮৬৭ কোটি টাকার বার্ষিক বােনাস দিচ্ছে পলিসি হােল্ডারদের।
এত বেশি অঙ্কের বােনাস দেওয়া হচেছ এই প্রথম এবং এর পরিমাণ বিগত অর্থবর্ষের থেকে ১০ শতাংশ বেশি।
Advertisement
৩১ মার্চ ২০২১ পর্যন্ত যােগ্যতাসম্পন্ন সল পলিসি হােল্ডার এই বােনাস পাবেন। এবার নিয়ে পর পর ১৫ বছর ধরে কোম্পানি বােনাস প্রদান করে আসছে।
Advertisement
এবার বােনাসের ফলে ৯.৮ লক্ষ পলিসি হােল্ডার উপকৃত হন। কোম্পানির ইতিহাসে এত বেশি টাকার বােনাস এই প্রথম বলে জানা আইসিআইসিআই গ্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স ম্যানেজিং ডিরেক্টর এন এস কান্নান।
Advertisement



