তামিলনাড়ুতে মালবাহী ট্রেনে বিধ্বংসী আগুন ঘিরে চাঞ্চল্য ছড়াল। তিরুভাল্লুর জেলার এগাত্তুর এলাকায় রবিবার ভোরে ডিজেলবাহী একটি মালবাহী ট্রেনের একাধিক ট্যাঙ্কারে হঠাৎ আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে চেন্নাই-আরাক্কোনাম রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আগুন লাগার ঘটনা ঘিরে চেন্নাইগামী ট্রেন পরিষেবা কার্যত বিপর্যস্ত। বাতিল করা হয়েছে আটটি ট্রেন এবং পাঁচটি ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের এন্নোর থেকে মুম্বইগামী ওই ট্রেনটি ৪৫টি ট্যাঙ্কারে ডিজেল বহন করছিল। ভোর পাঁচটা নাগাদ এগাত্তুর এলাকায় পৌঁছনোর পর একটি ট্যাঙ্কারে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে আরও বেশ কয়েকটি ট্যাঙ্কারে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। রেলের এক আধিকারিক জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আশেপাশের এলাকায় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। তবে আগুন কী ভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
দমকল এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ট্যাঙ্কারগুলিতে ডিজেল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় বলে জানান দমকলের আধিকারিকেরা। পুলিশের তরফে এ শ্রীনিবাস পেরুমাল বলেন, ‘দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় বিপদ এড়ানো গিয়েছে।’ দমকল বিভাগের প্রধান সীমা আগরওয়ালের বক্তব্য, ‘এই ধরনের দাহ্য পদার্থ থাকলে আগুন নেভানো খুবই কঠিন হয়ে পড়ে। আমাদের দমকল কর্মীরা দুঃসাহসিক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।’
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেল চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। চেন্নাই-আরাক্কোনাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে এবং ৫টি এক্সপ্রেস ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। যাত্রীদের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যে কোনও তথ্য জানার জন্য যাত্রীরা ০৪৪-২৫৩৫৪১৫১ এবং ০৪৪-২৪৩৫৪৯৯৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।
এক বাসিন্দার কথায়, ‘এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আগে কখনও দেখিনি। যে ভাবে আগুন লেগেছে, তাতে ট্যাঙ্কার বিস্ফোরণের ভয়ও ছিল। তাই অনেকেই আমরা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছি।’