টিকা নেওয়া হােক বা না হােক মাস্ক পরতে হবে: প্রধানমন্ত্রীর মুখ্য বিজ্ঞান উপদেষ্টা 

দেশের নাগরিকদের কী কী করা বাধ্যতামূলক, তা জানিয়ে শনিবার টুইট করেন প্রধানমন্ত্রীর মুখ্য বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন।

Written by SNS New Delhi | May 16, 2021 11:21 am

প্রতীকী ছবি (File Photo: AFP)

সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে, বদ্ধ ঘরে থাকা চলবে না, আলাে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে। আর টিকা নেওয়া হােক বা না হােক, ঘরে-বাইরে মাস্ক পরে থাকতে হবে। 

দেশের নাগরিকদের কী কী করা বাধ্যতামূলক, তা জানিয়ে শনিবার টুইট করেন প্রধানমন্ত্রীর মুখ্য বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন। তাতে তিনি লিখেছেন এই কথাগুলি। 

দেশের স্বাস্থ্য পরিষেবার উপর চাপ কমাতে নাগরিকদের এই সব নিয়মবিধি মেনে চলা জরুরি বলে তিনি মন্তব্য করেন। 

এদিন ভারতে নতুন করে করােনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। মৃতের সংখ্যা ৩৯৮০ গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে ৩১ হাজার। 

প্রধানমন্ত্রীর মুখ্য বিজ্ঞান উপদেষ্টা বিজয় রাঘবন লিখেছেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী।