• facebook
  • twitter
Wednesday, 20 August, 2025

‘অনেকেরই ঘুম উড়ে যাবে’, বিজয়ন-থারুরকে নিয়ে একই মঞ্চ থেকে ইন্ডিয়া জোটকে কটাক্ষ মোদীর

প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আপনি ইন্ডিয়া জোটের একজন মজবুত স্তম্ভ। শশী তারুরজিও এখানে উপস্থিত রয়েছেন। আজ বোধহয় অনেকেরই রাতের ঘুম উড়ে যাবে।'

বৈচিত্র্যময় এক মঞ্চ। একই মঞ্চে কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কংগ্রেস সাংসদ শশী তারুর। সেই মঞ্চেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোটের সঙ্গে একই মঞ্চে গৌতম আদানিও। সব মিলিয়ে শুক্রবার এমনই এক দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশ। শুক্রবার কেরলের তিরুঅনন্তপুরমে আনুষ্ঠানিকভাবে ভিঝিঞ্জাম সমুদ্র বন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমুদ্র বন্দর প্রকল্পের দায়িত্বে ছিল ‘আদানি পোর্টস অ্যান্ড স্পেশ্যাল ইকোনমিক জোল প্রাইভেট লিমিটেড’ সংস্থা। এই বন্দর উদ্বোধনের সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী অস্বস্তি বাড়িয়েছেন কংগ্রেস-সহ বিরোধী দলগুলির।
 
‘আজকের অনুষ্ঠান অনেকের ঘুম উড়িয়ে দেবে।’ প্রধানমন্ত্রী বার্তা দিলেন ইন্ডিয়া জোটকে। শুক্রবার তিরুঅনন্তপুরমে শশী তারুরের পাশাপাশি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর এই সুবর্ণ সুযোগের সদ্বব্যবহার করেছেন প্রধানমন্ত্রী মোদী। হাসতে হাসতে কেরলের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আপনি ইন্ডিয়া জোটের একজন মজবুত স্তম্ভ। শশী তারুরজিও এখানে উপস্থিত রয়েছেন। আজ বোধহয় অনেকেরই রাতের ঘুম উড়ে যাবে।’
 
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে এসেছিলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তিরুঅনন্তপুরম বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। মোদীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শশী তারুর লেখেন, ‘দিল্লি বিমানবন্দরের অব্যবস্থায় দেরি হয়ে যাওয়ার পরও আমি  যে ভাবেই হোক সময়মতো পৌঁছে যেতে পেরেছি। আমার কেন্দ্রে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে পেরেছি।’
 
এদিকে শশী তারুরের এমন মোদী-প্রীতির কথা প্রকাশ্যে আসতেই কংগ্রেসের অন্দরে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি শশী তারুরের সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে তিনি নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করার পর। রুশ-ইউক্রেন যুদ্ধে ভারত সরকারের ভূমিকা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক বার্তালাপের প্রশংসা করেছিলেন তিরুঅনন্তপুরমের সাংসদ। এই আবহে প্রধানমন্ত্রী মোদীর কটাক্ষ ভাবিয়ে তুলছে বিরোধীদের। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে দলের সঙ্গে ক্রমশ বিরোধিতা বাড়ছে শশীর। এই ঘটনায় নতুন রাজনৈতিক সমীকরণের গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।
 
তবে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেন, ‘জানি না কোন পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন মন্তব্য করছেন। ইন্ডিয়া জোট, কংগ্রেস কিংবা রাহুল গান্ধী নয়, প্রধানমন্ত্রীই বিনিদ্র রজনী অতিবাহিত করবেন। জাতিগণনা নিয়ে তাঁর উপর চাপ তৈরি করব আমরা। মহিলা সংরক্ষণ বিলের মতোই এটির ঘোষণা করা হয়েছে। আমরা শান্তির ঘুম ঘুমোব। কিন্তু প্রধানমন্ত্রীর ঘুম আসবে না।’
 
এদিন প্রধানমন্ত্রী মোদী কেরলের তিরুঅনন্তপুরমের কাছে গৌতম আদানির ভিঝিঞ্জাম গভীর সমুদ্র বন্দরের উদ্বোধন করলেন। যৌথভাবে তৈরি গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি ভারতের প্রথম গভীর সমুদ্র বন্দর, যেখান থেকে শুধু কন্টেনার ট্রান্সশিপমেন্টের কাজ হবে। জলপথ বাণিজ্যে ৮ হাজার ৮৬৭ কোটি টাকার এই বন্দর আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবে পণ্য সরবরাহের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দেবে। গত জুলাই মাসে এই বন্দরের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ২৫০টি কন্টেনারবাহী জাহাজ এখান থেকে চলাচল করেছে।  ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বড় বড় জাহাজ এতদিন ভারতের বন্দরে ভিড়তে না পারায় কলম্বো, দুবাই ও সিঙ্গাপুরকে বেছে নিত। এবার সেই সমস্যার অবসান হবে।