• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে বিশেষ অতিথি অভিনেত্রী মনীষা

লন্ডন, ২২ মে– নেপালের জলবায়ু ও অর্থনীতি সংক্রান্ত সাহায্যের হাত বাড়িয়েছেন ঋষি সুনক৷ ব্রিটেন-নেপালের বন্ধুত্বের সম্পর্কের শতবর্ষ উদ্যাপনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর আবাসন, ১০ ডাউনিং স্ট্রিটে৷ সেই উৎসবে আমন্ত্রণ জানান হয়েছে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাকে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে সপরিবারে নেপাল ভ্রমণের আমন্ত্রণ জানালেন অভিনেত্রী৷ এভারেস্টের বেস ক্যাম্পে ট্রেকিংয়ের কথাও বললেন ঋষি সুনককে৷

লন্ডন, ২২ মে– নেপালের জলবায়ু ও অর্থনীতি সংক্রান্ত সাহায্যের হাত বাড়িয়েছেন ঋষি সুনক৷ ব্রিটেন-নেপালের বন্ধুত্বের সম্পর্কের শতবর্ষ উদ্যাপনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর আবাসন, ১০ ডাউনিং স্ট্রিটে৷ সেই উৎসবে আমন্ত্রণ জানান হয়েছে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাকে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে সপরিবারে নেপাল ভ্রমণের আমন্ত্রণ জানালেন অভিনেত্রী৷ এভারেস্টের বেস ক্যাম্পে ট্রেকিংয়ের কথাও বললেন ঋষি সুনককে৷ তবে যে বিষয়টি অভিনেত্রীর মনে দাগ কেটে গিয়েছে তা হল অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ অতিথি ‘হীরামন্ডি’ দেখেছেন৷ যা শুনে রীতিমতো আপ্লুত মনীষা কৈরালা৷ এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘আমি শিহরিত!’
অনুষ্ঠানে হাসিমুখে ছবি তুললেন প্রধানমন্ত্রীর সঙ্গে৷ সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী৷ ক্যাপশনে লিখেছেন, এই অনুষ্ঠানের নিমন্ত্রণ তাঁর কাছে বিশেষ সম্মানজনক৷ ঋষি সুনকের বক্তব্যে নিজের দেশ নেপাল নিয়ে সৌহার্দপূর্ণ কথা শুনে মুগ্ধ অভিনেত্রী৷
উল্লেখ্য, ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন তিনি৷ ‘মল্লিকাজান’ চরিত্রে তাঁর অভিনয় বার বার শিরোনামে এনেছে তাঁকে৷