• facebook
  • twitter
Tuesday, 13 May, 2025

মণিপুরে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

ফের অশান্ত মণিপুরে। এবার জমি বিরোধের জেরে দুটি গ্রামের মানুষের সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হওয়ার খবর মিলেছে।

ফাইল ছবি

ফের অশান্তি মণিপুরে। এবার জমি বিরোধের জেরে দুটি গ্রামের মানুষদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হলেন। মণিপুরের উখরুল জেলা কর্তৃপক্ষ ওই এলাকায় যাতায়াতের উপর অনির্দিষ্টকালের জন্য বিধিনিষেধ আরোপ করেছে। আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার শাংচিং ও লুংরিফুং তাং গ্রামের বাসিন্দাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম রামিয়ন আরকে (৩৬)। শাংচিংয়ের তিনজন ও লুংরিফুং তাংয়ের দু’জন আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পলি মাকান আইনশৃঙ্খলা রক্ষার জন্য দুটি গ্রামে চলাচল নিষিদ্ধ করার আদেশ জারি করেছেন। সরকারি আদেশে বলা হয়েছে, ‘উখরুলের পুলিশ সুপার জানিয়েছেন, শাংচিং ও লুংরিফুং তাংয়ের মধ্যে ঝামেলার কারণে এলাকায় অশান্তি ছড়িয়েছে। এর ফলে এলাকার শান্তি ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এর পাশাপাশি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থেকেই যাচ্ছে।’ বৃহস্পতিবার দুপুর আড়াইটে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুর্গত এলাকায় চলাচল নিষিদ্ধ করেছেন মাকান। অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনও মিছিলও করা যাবে না।