সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের মূর্তি ভাঙচুরের অভিযোগ। পাঞ্জাবের হোশিয়ারপুরে থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জগদীপ সিং মাথারু। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, কী কারণে ওই যুবক এই রকম কাজ করেছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, জগদীপ সিং মাথারু মাথায় কাপড় জড়িয়ে আম্বেদকরের মূর্তির দিকে যাওয়ার সিঁড়ি বেয়ে উঠেছিলেন। মূর্তির উপর একাধিকবার থুথু ফেলেছিলেন তিনি। চিৎকার করে বলেছিলেন, তিনি এটি ভাঙতে এসেছেন। আম্বেদকর বা সংবিধানকে মানেন না বলেও দাবি করেছিলেন ধৃত ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, বিআর আম্বেদকরকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এবং মূর্তির কাছে সংবিধানের একটি প্রতিরূপ (রেপ্লিকা) ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করার অভিযোগে জগদীপ সিং মাথারু নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।