ফের উজ্জ্বল হল বাংলার মুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির সঙ্গে ২০২১ সালে গােটা বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনাওয়ালাও জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
বুধবার টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনা প্রেসিডেন্ট শি জিন পিং, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ড ডােনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement
বাংলার মুখ্যমন্ত্রী প্রসঙ্গে লিখেছেন বিশিষ্ঠ সাংবাদিক রখা দত্ত। তিনি লিখেছেন, পায়ে চিরপরিচিত রবারের হাওয়াই চটি এবং সাদা শাড়ি পরিহিতা মমতা বন্দোপাধ্যায় যেন ভারতের রাজনীতির নির্ভীক মুখ।
Advertisement
Advertisement



