২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর সহ আরও ছয়জনকে মৃত্যুদণ্ডের দাবি জানাল জাতীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার মুম্বইয়ের বিশেষ আদালতে এই আবেদন করেছে এনআইএ। প্রজ্ঞা ছাড়াও এনআইএ-র আবেদনের তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন কর্নেল প্রসাদ পুরোহিত, অজয় রোহিরকর, মেজর রমেশ উপাধ্যায়, স্বামী দয়ানন্দ পাণ্ডে, সমীর কুলকার্নি ও সুধাকর চতুর্বেদী।
প্রসঙ্গত ১৭ বছর আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যার জেরে ছয় জনের মৃত্যু এবং প্রায় শতাধিক ব্যক্তি আহত হন। প্রজ্ঞা সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়। তাঁদের বিরুদ্ধে ১৬ এবং ১৮ ইউপিএ ধারা ও ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩০২, ৩০৭, ৩২৪,৩২৬, ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। সেই মামলার তদন্তে প্রায় দেড় হাজার পাতার তদন্ত রিপোর্ট পেশ করে এনআইএ।
Advertisement
বিচারক এ কে লোহটির এজলাসে মামলাটি ওঠে। আদালতে মামলার শুনানি শেষ হয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় মোট সাক্ষী দিয়েছেন ২৯১ জন। তবে বিচারক রায়দান স্থগিত রেখেছেন। আগামী ৮ মে মামলার রায় ঘোষণা হবে। সেদিকে তাকিয়ে রয়েছে জাতীয় রাজনৈতিক মহল।
Advertisement
Advertisement



