• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

পহেলগাম নিয়ে এবার কেন্দ্রকে আক্রমণ মহুয়ার

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতিতে তিনি মধ্যস্থতা করেছেন বলে একাধিকবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার পর কেটেছে ৫৬ দিন। কিন্তু এখনও পর্যন্ত জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি। জম্মু ও কাশ্মীরের মতো হাই সিকিউরিটি জোনে কীভাবে জঙ্গিরা ঢুকে পড়ল, সেই প্রশ্ন উঠছে। সোমবারই এই নিয়ে পাঁচ প্রশ্নবাণে কেন্দ্রকে বিদ্ধ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সুরেই পহেলগামে জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভারতের গোয়েন্দাদের এত বড় গাফিলতির পরেও কেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকার মেয়াদ বৃদ্ধি হল, কেনই বা ভারত–পাক সংঘর্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি নিয়ে প্রধানমন্ত্রী জবাব দিলেন না— এই সব প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার একটি ভিডিওবার্তায় কেন্দ্রের উদ্দেশে পাঁচটি প্রশ্ন ছুঁড়ে দেন মহুয়া মৈত্র। তাঁর প্রথম প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের মতো হাই সিকিউরিটি জোনে কীভাবে জঙ্গিরা প্রবেশ করল? তারা কোথা থেকে এসেছিল? এতজন মানুষের প্রাণ নিয়ে তারা কীভাবে ও কোথায় পালিয়ে গেল? সাংসদের দ্বিতীয় প্রশ্ন, পহেলগামকাণ্ডে গোয়েন্দা ব্যর্থতা সত্ত্বেও ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকার মেয়াদ বৃদ্ধি করা হল কেন? এই ইস্যুতে তপনকে ‘পুরষ্কার’ দেওয়া হয়েছে বলে কটাক্ষ করেন মহুয়া। চতুর্থ, পহেলগাম কাণ্ডে অভিযুক্ত জঙ্গিদের পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন মহুয়া। কোনও ভারতীয় তাদের নাম পরিচয় জানেন কি না তা জানতে চেয়েছেন তিনি।

মহুয়া চতুর্থ প্রশ্নটি মোদী সরকারের বিদেশ নীতিকে নিশানা করে করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতিতে তিনি মধ্যস্থতা করেছেন বলে একাধিকবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবির পরেও প্রধানমন্ত্রীর তরফে কোনও উত্তর দেওয়া হয়নি। এ প্রসঙ্গে মহুয়ার প্রশ্ন, তৃতীয় কোনও রাষ্ট্র কীভাবে ভারত–পাক সংঘর্ষ থামাতে মধ্যস্থতা করতে পারল?

এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব দাবি করেছেন তিনি। ভারত-পাক সংঘর্ষের পর অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে ও পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদ জানাতে বিভিন্ন দেশে গিয়েছিলেন ভারতের প্রতিনিধিদল। এই সফরের পর কতগুলি দেশ ভারতকে সমর্থন জানিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মহুয়া। পাশাপাশি পহেলগাম কাণ্ডের পর পাকিস্তানকে আইএমএফ–এর এত বড় ঋণ মঞ্জুর করা নিয়ে নিরাপত্তা পরিষদে ভারত প্রশ্ন তুলেছে কি না সেই জবাবও চেয়েছেন তৃণমূল সাংসদ। পহেলগাম ইস্যুতে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছে বিরোধীরা। কেন্দ্র এই দাবি মেনে বিশেষ অধিবেশনের ডাক দিচ্ছে না কেন, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, দেশবাসী এই সব প্রশ্নের জবাব চায়।