• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

ভোটের চারদিন আগে মুম্বই থেকে ৮০ কোটির রুপো উদ্ধার

মুম্বই পুলিশ একটি ট্রাক থেকে ৮ হাজার কিলো রুপো উদ্ধার করেছে, যার মূল্য প্রায় ৮০ কোটি টাকা। ট্রাক চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

আর মাত্র কয়েকদিন। তারপরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ভোটের আগে রাজ্যজুড়ে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ব এলাকায় চেকপোস্ট বানিয়ে নাকা চেকিং করা হচ্ছে। পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা সংস্থাও সতর্ক রয়েছে। এরই মধ্যে বড়সড় সাফল্য পেল পুলিশ। মুম্বই পুলিশ একটি ট্রাক থেকে ৮ হাজার কিলো রুপো উদ্ধার করেছে, যার মূল্য প্রায় ৮০ কোটি টাকা। ট্রাক চালককে হেফাজতে নিয়ে আয়কর দফতর ও নির্বাচন কমিশনের টিম গোটা বিষয়টি তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, মানখুর্দ পুলিশ ভাশি চেকপোস্টের কাছে নাকা চেকিং চালাচ্ছিল। ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী ছোট-বড় প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছিল। ঠিক তখনই একটি ট্রাক পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে সন্দেহ হয় পুলিশের। আধিকারিকরা ট্রাকটি থামান। পুলিশ অফিসাররা ট্রাকটিকে তল্লাশি শুরু করতেই রীতিমতো চমকে যান।

পুরো ট্রাকটি রুপোয় ভরা ছিল। ৮ হাজার ৪৭৬ গ্রাম রুপো উদ্ধার হয়েছে ওই ট্রাক থেকে। উদ্ধার হওয়া রুপোর আনুমানিক বাজারমূল্য ৭৯ কোটি ৭৮ লক্ষ ২১ হাজার ৯৭২ টাকা। এত বিপুল পরিমাণ রুপো দেখে পুলিশ সঙ্গে সঙ্গে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে কোথা থেকে রুপো আনা হচ্ছিল? রুপো কাকে এবং কোথায় পৌঁছে দিতে যাচ্ছিল ট্রাকটি? পুরো বিষয়টি তদন্ত করছে আয়কর ও নির্বাচন কমিশনের দল। প্রাথমিক তদন্তে অনুমান, অবৈধভাবে রুপো পাচার করা হচ্ছিল। বেআইনি সম্পত্তি পাচারের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ স্পষ্ট করে দিয়েছে। যদি এই রুপার বৈধ নথি উপস্থাপন না করা হয় তবে তা বাজেয়াপ্ত করা হবে।

২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্রে এবার এক দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। আগামী ২০ নভেম্বর ভোটগ্রহণ, গণনা ২৩ নভেম্বর।