• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মাধবী হিদমা নিহত, সমাপ্তির পথে আরও একধাপ এগিয়ে গেল মাওবাদী আন্দোলন

১৮ নভেম্বর সকালে অন্ধ্র্প্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলার মারেদুমল্লি মণ্ডল এলাকায় অন্ধ্রপ্রদেশ পুলিশের গুলিতে নিহত হন তিনি

কিষেণজি, এবং তারপর ছত্তিশগড়ের জঙ্গলঘেরা অবুঝমাড় এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী নেতা বাসবরাজু নিহত হওয়ার পর মাওবাদী আন্দোলনের অন্যতম ক্ষমতাশালী নেতা হিসেবে উঠে এসেছিল হিদমার নম। মাথার দাম ছিল ১.৮ কোটি টাকা। তাঁর মৃত্যুতে বড়সড় ঘা খেয়েছে মাওবাদী আন্দোলন। মনে করা হচ্ছে, তাঁর মৃত্যুর পর একেবারে শেষ কিনারায় এসে দাঁড়িয়েছে এই আন্দোলনের শীর্ণ ধারা।   

 
বিদ্রোহী মাওবাদী কমান্ডার মাধবী হিদমা। মাওবাদী নেতাদের মধ্যে যিনি মোস্ট ওয়ান্টেড। ১৮ নভেম্বর সকালে অন্ধ্র্প্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলার মারেদুমল্লি মণ্ডল এলাকায় অন্ধ্রপ্রদেশ পুলিশের গুলিতে নিহত হন তিনি। নিরাপত্তা অভিযানে নিহত হন ২ মহিলা-সহ আরও ৫ মাওবাদী। 
 
হিদমা দীর্ঘদিন ধরে মাওবাদীদের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে ব্যালিয়ন নং ১-এর নেতৃত্ব দিয়েছিলেন, কারণ তাঁর যুদ্ধক্ষমতা ও কলাকৌশল ছিল অত্যন্ত দক্ষতাপূর্ণ। ব্যাটালিয়ন নং ১-কে সবচেয়ে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং সেরা প্রশিক্ষিত মাওবাদী শাখা হিসেবে বিবেচনা করা হয়।  
 
ভারতের কমিউনিস্ট পার্টি(মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য হিদমা ছিলেন একমাত্র ছত্তিশগড়ের বাসিন্দা যিনি মাওবাদীদের উচ্চপদে আরেহণ করে পদোন্নতি পেয়েছিলেন। ছত্তিশগড়ের সুকমা জেলার পুভার্তি গ্রামের একটি মুরিয়া উপজাতি পরিবারে ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৯০ এর দশকে স্কুল ছেড়ে মাওবাদীদের সঙ্গে যোগ দেন। তাঁর সাহসিকতা ও বুদ্ধিমত্তাই ছিল তাঁর উত্থানের কারণ। 
কয়েক সপ্তাহ ধরেই, ছত্তিশগড়ের পাশাপাশি অন্ধ্র-তেলেঙ্গানা সীমান্তের জঙ্গলে হিদমার লুকিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছিল। এই বছরের শুরুতে, ছত্তিশগড় পুলিশ প্রায় তিন-চারবার তাঁকে ধরে ফেলে। অক্টোবরের শেষের দিকে সীমান্তে তেলেঙ্গানার সঙ্গে ছত্তিশগড় পুলিশ এবং ব্যাটালিয়ন নং ১ এর মধ্যে সংঘর্ষ ঘটে। হিদমা সেই সময় তেলেঙ্গানার আরও গভীরে পালিয়ে গিয়েছিলেন বলে ধারণা করা হয়।
হিদমা দুই ডজনেরও বেশি হামলার জন্য দায়ী ছিলেন, যার ফলে নিরাপত্তা বাহিনীর উপর ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে মাওবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধ সমাপ্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

Advertisement

Advertisement