মধ্যরাতে লোকসভায় পাস হয়ে গেল সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে ভোট দিয়েছে ২৮৮ জন সাংসদ। আর বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দিলেন। মোট ভোট পড়ল পড়েছিল ৫২০। বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিল পেশ হবে। বুধবার প্রায় ১২ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হয় সংসদে। শাসক-বিরোধী সব পক্ষই বিল তাদের মতামত পেশ করে।
বুধবার, লোকসভায় এই বিল পেশ করার পরেই বিরোধিতা করতে শুরু করেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন দলের সাংসদরা। যৌথ সংসদীয় কমিটির প্রস্তাব মানা হয়নি বলেও অভিযোগ তোলেন তাঁরা। লোকসভায় বক্তব্য রাখার সময়ে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিলিপি ছিঁড়ে দেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
Advertisement
যদিও বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে সরকার। কিরেন রিজিজুর দাবি, বিশ্বের একমাত্র ভারতে সব থেকে নিশ্চিন্তে আছেন সংখ্যালঘুরা। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করছে না সংশোধিত ওয়াকফ বিল। রিজিজুর প্রশ্ন, যখন আমরা কোনও ইতিবাচক সংস্কার আনছি, তখন কেন প্রশ্ন তোলা হচ্ছে?
Advertisement
Advertisement



