• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহারাষ্ট্রের থানেতে ৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন

মহারাষ্ট্রের ১৬ টি হটস্পটে ৯ থেকে ৩১ মার্চের মধ্যে লকডাউন ঘােষণা।থানের পুর কমিশনার বিপিন শর্মা জানিয়েছেন,কিছু এলাকায় গত কয়েকদিনে বেড়েছে করােনা সংক্রমণ।

প্রতিকি ছবি (ছবি: SNS)

করােনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মহারাষ্ট্রের ১৬ টি হটস্পটে ৯ থেকে ৩১ মার্চের মধ্যে লকডাউন ঘােষণা করা হয়েছে। থানের পুর কমিশনার বিপিন শর্মা জানিয়েছেন, বেশ কিছু এলাকায় গত কয়েকদিন ধরে হু হু করে বেড়েছে করােনা সংক্রমণ।

তাই ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশজুড়ে লকডাউনের সময় যে বিধিনিষেধ জারি করা হয়েছিল, ৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত কিছু কিছু এলাকায় সেগুলি ফের জারি করা হবে।

Advertisement

তবে হটস্পটের বাইরে যে এলাকাগুলি সেখানে গতিবিধির ওপরে ছাড়া দেওয়া হবে। বর্তমানে করােনা ভাইরাসের জেরে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে থানে। গত তিন দিনে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১০ হাজারেরও বেশি। সােমবার অবশ্য তা কমে হয়েছে ৮৭৪৪।

Advertisement

এর জেরে মহারাষ্ট্রে মােট করােনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২২২৮৪৭১। মৃতের সংখ্য ৫২৫০০। বর্তমানে রাজ্যে মােট ৯৭৬৩৭ টি অ্যাক্টিভ কেস রয়েছে।

Advertisement