বিহারের বিধানসভা নির্বাচন আসন্ন। প্রায়ই সে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রাজনৈতিক কর্মসূচি। ভোটের বিহারে ৬৪ কোটি টাকার মদ, ড্রাগ এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করল প্রশাসন। বহুদিন থেকেই বিহারে মদ বিক্রি বন্ধ করেছেন নীতীশ কুমার। ‘ড্রাই স্টেট’ বিহারে ভোটের আগেই বিশাল পরিমাণ মদ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট সংস্থাগুলি। এ মাসের শুরু থেকে মোট ৭৫৩ জনকে গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ। প্রায় ১৩ হাজার ৫৮৭ জামিন অযোগ্য সমন জারি করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারের নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নগদ, মদ, ড্রাগ এবং অন্যান্য সামগ্রী মিলিয়ে মোট ৬৪.১৩ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া মদের বাজার মূল্য ২৩.৪১ কোটি টাকা। এছাড়াও ১৬.৮৮ কোটি টাকার ড্রাগ এবং ৪.১৯ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
Advertisement
বিহারের বিধানসভা নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করতে তৎপর নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ, আবগারি দপ্তর-সহ একাধিক দপ্তরকে নানা নির্দেশিকা দিয়েছে কমিশন। রাস্তায় রাস্তায় চেকিং চলছে। ১২১ জন সাধারণ পরিদর্শক নিয়োগ করা হয়েছে বিহারের নির্বাচন উপলক্ষে। প্রথম দফার জন্য, ১৮ জন পুলিশ পরিদর্শক এবং দ্বিতীয় দফার জন্য ২০ জন পুলিশ পরিদর্শকের পাশাপাশি ১২২ জন সাধারণ পরিদর্শক নিয়োগ করেছে কমিশন।
Advertisement
Advertisement



