• facebook
  • twitter
Monday, 15 December, 2025

‘ইওর অনার’ বলায় সুপ্রিম কোর্টে ভৎর্সিত হল আইন-পড়ুয়া 

সুপ্রিম কোর্টের বিচারপতিদের 'ইওর অনার’ বলায় ভৎর্সিত হতে হল আইনের এক পড়ুয়াকে।

সুপ্রীম কোর্ট (File Photo: iStock)

সুপ্রিম কোর্টের বিচারপতিদের ‘ইওর অনার’ বলায় ভৎর্সিত হতে হল আইনের এক পড়ুয়াকে। একটি মামলার শুনানি চলাকালীন আদালতে বলতে উঠে এমনই সম্বােধন করেছিলেন ওই পড়ুয়া।

প্রধান বিচারপতি এস এ বােবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে সম্বােধন করা হয়েছিল ‘ইওর অনার’ বলে। সেই সময় তাকে বলা হয়, আপনি যখন বিচারপতিদের ‘ইওর অনার’ বলে সম্বােধন করছেন, তখন মনে হবে যে আপনার মাথায় আমেরিকার সুপ্রিম কোর্ট ঘুরছে।

Advertisement

এই মন্তব্যে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ওই আইন-পড়ুয়া। এরপর তার এই সম্বােধনের জন্য ডিভিশন বেঞ্চের কাছে ওই পড়ুয়া ক্ষমাও চেয়ে নেন। ‘ইওর অনার’-এর পরিবর্তে ‘ইওর লর্ডশিপ’ বলে সম্বােধন করবেন বলে ওই আইন পড়য়া শীর্ষ আদালতকে জানান। এরপর প্রধান বিচারপতি বােবদে বলেন, ‘যেটাই বলুন, ভুল শব্দ ব্যবহার না করাই ভালাে।’ 

Advertisement

উল্লেখ্য, ‘ইওর অনার’ এই শব্দবন্ধটি ব্যবহার হয়ে আসছে আমেরিকার সুপ্রিম কোর্টে। এদেশের ম্যাজিস্ট্রেট আদালতকেও এই শব্দবন্ধ দিয়ে সম্বােধন করা যেতে পারে। তবে, সুপ্রিম কোর্টে এই শব্দবন্ধটি ব্যবহার না করারই পরামর্শ দেয় ডিভিশন বেঞ্চ।

Advertisement