• facebook
  • twitter
Friday, 4 October, 2024

মোদির মা’কে চিঠি লিখতে গুজরাতি শিখেছিলেন লতা

আসমুদ্র হিমাচল তাঁর সুরেলা কণ্ঠে মাতোয়ারা। সেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন শিক্ষার্থী। বাংলা ভাষায় গান গাওয়ার জন্য শিখেছিলেন বাংলা।

লতা মঙ্গেশকর (Photo: Twitter/@PassionForNews)

আসমুদ্র হিমাচল তাঁর সুরেলা কণ্ঠে মাতোয়ারা। সেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন শিক্ষার্থী। বাংলা ভাষায় গান গাওয়ার জন্য শিখেছিলেন বাংলা। মাতৃভাষা মারাঠি হওয়া সত্ত্বেও ৩৬ টি ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর।

সেই তিনি অল্প সময়ের মধ্যে গুজরাতি শিখে নিয়েছিলেন। গুজরাতি শিখে সেই ভাষায় চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা’কে। এই তথ্য অনেকেরই অজানা।

৩৬ টি ভাষায় তিনি গান গেয়েছিলেন। এই তথ্য যদিও সকলের জানা। আসলে কিংবদন্তী এই শিল্পীকে ঘিরে কত যে কাহিনি রয়েছে তার ইয়ত্তা নেই। তিনি ছিলেন সবার কাছে শ্রদ্ধার।

শিল্পী হিসেবে এত শ্রদ্ধা, সম্মান পাওয়া সত্যিই বিরল দৃষ্টান্ত। আসলে তিনিই তাঁর শেষ যাত্রায় সবাইকে যেন মিলিয়ে দিলেন। এমনই ছিল তাঁর ক্যারিশ্মা।